দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতে সারাদেশে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড় ও বৃষ্টিপাত হওয়ার পরও এখনও গরমের মাত্রা কমেনি।
রবিবার ও গতকালও দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হয়েছে। গতকাল সোমবার ভোরে বজ্রপাতের ঘটনাও ঘটেছে। সারাদেশে অন্তত ১০ জন মারা গেছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
নেত্রকোনা সদর, বারহাট্টা, কলমাকান্দা ও মোহনগঞ্জ উপজেলায় ঝড় ব্যাপক আকারে আঘাত হানে। কলমাকান্দায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক পরিবারেরই ৪ জন। নিহত ব্যক্তিরা হলো ৩ ভাই সাগর (১২), রাসেল (৭) ও রানা (৪) এদের সঙ্গে তাদের মা আফরোজাও মারা গেছেন। ফজর আলী মুন্সি (৭৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন সদর উপজেলায়।
দৌলতদিয়ার পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ফরিদ শেখ (৩২) নামে এক জেলে মারা গেছে। তাঁর নাম । এ সময় তাঁর ছোট ভাই ফরহাদ শেখ (২৬) বজ্রপাতে মারাত্মক আহত হয়েছেন।
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এদিকে ঝড়-বৃষ্টি হলেও গরমের ভাব এখনও সেভাবে কমেনি। এখন গরম পড়ছে সারাদেশজুড়ে।