দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে বেশ ফুরফুরে আমেজে রয়েছিলো। আর মেক্সিকোর বিপক্ষে তাদের সামনের ম্যাচের প্রস্তুতি হিসেবে তাদের অনুশীলনে সেই চিত্র ফুটে উঠেছিলো। অনুশীলনে মিডফিল্ডার ফ্রেড, স্ট্রাইকার নেইমার আর ডিফেন্ডার মার্সেলোর খুনসুটি আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। কিন্তু সব পন্ড করে দেয় মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া।
অনুশীলনের মাঝে প্রচণ্ড গরম থাকায় ব্রাজিলিয়ানরা তাদের বুট খুলে অনুশীলন করছিলো। তাদের পরনে বুটের বদলে ছিল মোজা। ফ্রেড সেই সময় বুট খোলার চেষ্টা করছে আর নেইমার তখন এসে তার বাম পা দিয়ে শূন্যে ভেসে ফ্রেডকে কিক মারে।
ক্রোয়েশিয়ার সাথে খেলায় নেইমার গোললাইনের ভেতরে একটি বলকে দখল করার জন্য এইরকম শূন্যে লাফ দেয়।
এরি মধ্যে নেইমারকে আবার দেখা যায় যে, একটি ছোট বল নিয়ে পায়ের জাদু দেখাতে। পাঠক ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এটা বল নয় পায়ের মোজা দিয়ে তৈরি একটি দলা।
তারপরই শুরু হয় খুনসুটি। সেই খুনসুটিতে যোগ দেয় মার্সেলো, পাওলিনহো, নেইমার আর ফ্রেড। ফ্রেডকে মাটিতে ফেলে তার এক পা ধরে টানে মার্সেলো আর আরেক পা ধরে টানতে থাকে নেইমার। পাওলিনহো কি করবে ফ্রেডের বাম হস্ত ধরে টানাটানি শুরু করে।
প্রচণ্ড গরমের মাঝে ব্রাজিলের ফুটবলার বুট খুলে অনুশীলন করলেও নেইমারকে তার পরিচিত হ্যাট পরেই প্র্যাকটিস করতে দেখা যায়।
এমনেই তো ক্রোয়েশিয়ার সাথে তারা ৩-১ গোলে জিতলেও ব্রাজিলের সমর্থক এবং খেলা বিশেষজ্ঞরা তাদের খেলায় সন্তুষ্ট নয়। তার ওপরে মেক্সিকোর সাথে ব্রাজিলের ০-০ ড্র! সব কিছু মিলিয়ে তারা বেশ চাপের মাঝেও কিছুটা স্বাভাবিকই ছিলেন।
তথ্যসূত্রঃডেইলিমেইল