দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যাটরিনা কামপ্রি একজন সাধারণ মানের প্রোডাক্ট ডিজাইনার নন। গ্রীসের এথেন্স শহরে বসবাস করা এই ডিজাইনার সাধারণ গতানুগতিক ডিজাইনের বাইরে অন্যরকম ডিজাইন করতে পছন্দ করেন। এবার তিনি তার গতানুগতিক ডিজাইনের বাইরে এমন সব ডিজাইন করলেন যা বলতে গেলে পুরোপুরি অপ্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক ক্যাটরিনা কামপ্রির কিছু ব্যতিক্রমী ডিজাইন।
ক্যাটরিনা কামপ্রি কাজ করার ক্ষেত্রে নিজের স্বকীয়তা কিংবা সৃজনশীলতা বজায় রাখতে পছন্দ করেন। তিনি বলেন, তার এই কাজগুলো হতে পারে অপ্রয়োজনীয় কিন্তু তা আপনাকে সাধারণ নিত্য ব্যবহার্য দ্রব্যাদি নিয়ে নতুন করে চিন্তা করতে সাহায্য করবে।
তিনি তার এই কাজগুলোর নাম দিয়েছেন The Uncomfortable। এই ডিজাইনগুলো ফাংশনাল দিক থেকে ঠিক আছে কিন্তু কার্যকরিতার দিক থেকে এগুলো একেবারেই ব্যবহারযোগ্য নয়। এই ভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে ক্যাটরিনা কামপ্রি ব্যবহার করেছেন অ্যাডোবি ফটোশপ, ব্লেন্ডার এবং কোরেল ড্র।
উপরের ছবিটি দেখুন একপাটি পাদুকা। আপনি যদি ডিজাইনের দিক বিবেচনা করেন তবে এটি চমৎকার ডিজাইন। কিন্তু আপনি যদি এই পাদুকা জোড়া ব্যবহার করতে চান তবে তা আপনার জন্য শুধু সমস্যাই সৃষ্টি করবে।
কিংবা এই কাটা চামচগুলোই দেখুন না, এগুলো শুধু যে অকার্যকর তা নয় দেখতে হাস্যকরও। এই ডিজাইনগুলো আপনাকে সম্পূর্ণ নতুন চিন্তার খোরাক যোগাবে। আমাদের গতানুগতিক চিন্তার বাইরে এগুলো একেবারেই অন্যরকম।
এই স্ট্র টি এমনি যে এটি দিয়ে আপনি পানীয় খেতে পারবেন কিনা বিবেচনা করে দেখুন। স্ট্র টির বায়ু টানার অংশটি বেশ চ্যাপ্টা, এর ফলে স্ট্র টি দিয়ে আপনি পানীয় খাওয়ার সুযোগ পাবেন না।
এটি এমন একটি মগ যেখানে আপনি হাতল ধারণের সুবিধা তো পাবেনই না বরং খেতে গিয়ে আরো ঝামেলায় পড়বেন।
একবার ভাবুন তো এই চামচটি কি কাজে লাগতে পারে। পুরোপুরি অকার্যকর একটি চামচ।
আরেকটি অকার্যকর চামচ যা দিয়ে আপনি কোন খাবারই তুলতে পারবেন না।
এমন একটি মোচনী যা দিয়ে আপনি কোন কিছু মুচবেন কিভাবে সে কথা আসছে পরে আপনি এটি ভালভাবে ধরতেই পারবেন না।
তথ্যসূত্রঃ ভাইরালনোভা