The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

এসে গেলো অ্যান্ড্রয়েড ৫.০ ভার্সন ‘ললিপপ’

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আগেই গুগল তাদের অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ এর কোড নাম দিয়েছিলো অ্যান্ড্রয়েড এল, এর গুগল তাদের সকল অ্যান্ড্রয়েড ভার্সনের নাম দিয়ে থাকে ইংরেজি বর্ণমালার পর্যায়ক্রমিক বর্ণ অনুসারে। তাই কিটকেটের পর অ্যান্ড্রয়েড এল যে ললিপপ হতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত ছিলো।


Screenshot_1_result

আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন, কিটক্যাট এর পর গুগলের সর্বশেষ স্মার্টফোন অপারেটিং সিস্টেমটিকে এখন থেকে আনুষ্ঠানিক ভাবেই ‘অ্যান্ড্রয়েড ললিপপ’ বলা হবে। এর আগে গুগলের এই অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ এর নাম কি হবে তা নিয়ে নানান আলোচনা হতে থাকে। এবার গুগল নিজেরাই জানালো, এর নাম হচ্ছে ‘ললিপপ’।

গুগল জানিয়েছে আমাদের নতুন ভার্সন আপনাদের অবাক করবে, এটাই স্বাভাবিক! গুগল সব সময় চায় সবাইকে প্রযুক্তিতে এগিয়ে রাখতে এর সেই হিসেবেই গুগলের সকল পণ্য একটু আলাদা হয়। অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ ললিপপেও তাই থাকছে কিছুটা বিতিক্রমি ব্যবস্থা। এতে “material design,” নামের নতুন এক ব্যবস্থার সাথে অ্যান্ড্রয়েড প্রেমিদের পরিচয় করাতে যাচ্ছে গুগল!

আরো পড়ুন- আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে বানিয়ে ফেলুন স্ক্যানার

BN-FA616_google_G_20141015181847

অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ ললিপপে দেয়া হয়েছে উজ্জ্বল ব্রাইটনেস, আনিমেশান ডিজাইন, থাকছে মিমিক অন স্ক্রিন এছাড়াও বাস্তব জগতের ফিজিক্যাল অবজেক্ট শনাক্ত করার ব্যবস্থা।

এদিকে গুগল জানিয়েছে তাদের নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ ললিপপ দিয়েই বাজারে আসবে নেক্সাস ৬ স্মার্টফোন এবং নেক্সাস ৯ ট্যাবলেট কম্পিউটার। গুগলের নেক্সাস ৬ বানাচ্ছে মোটরোলা এবং নেক্সসাস ৯ ট্যাবলেটটি বানাচ্ছে এইচটিসি।

এর আগের নেক্সাস ডিভাইস সমূহের মাঝে আগামী সপ্তাহেই অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ ললিপপে আপডেট পাবে Nexus 4, Nexus 5, Nexus 7 এবং Nexus 10!

  • এইচটিসি HTC One M8 এবং HTC One M7 অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ ললিপপে আপডেট পাবে গুগলের নতুন সফটওয়্যার ভার্সন তাদের হাতে আসার ৯০ দিনের মাঝেই।
  • স্যমসাং যদিও নিজেদের বর্তমান ডিভাইসে ললিপপে আপডেট পাবে কিনা উল্লেখ করেনি তাও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন Galaxy S4 এবং Galaxy Note 3 পেতে পারে ললিপপ আপডেট।
  • মোটোরলার ডিভাইস Moto X, Moto G, Moto G 4G LTE, Moto E, Droid Ultra, Droid Maxx এবং Droid Mini পেতে পারে ললিপপ আপডেট। তবে মোটোরলা বিষয়টি নিশ্চিত করে জানায়নি।
  • এলজি এর দুই ডিভাইস LG G3 এবং G2 Pro পেতে পারে ললিপপ আপডেট।
  • সনির ফোন Xperia Z3, Xperia Z3 V এবং Xperia Z3 compact অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ ললিপপে আপডেট পেতে পারে খুব দ্রুতই।
তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali