দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে মোবারক রাজাকারের ফাঁসির আদেশ দিয়েছেন। আজ সোমবার মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটককৃত ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনকে আজ সোমবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অন্য ২ সদস্য হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আনোয়ারুল হক।
তার বিরুদ্ধে আনীত ৫টি অভিযোগের মধ্যে ১ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ড দেন আদালত। এছাড়া ৩ নম্বর অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকি ৩টি অভিযোগে তাকে খালাস দেন আদালত।
এ মামলার প্রসিকিউটর শাহিদুর রহমান বলেছেন, একাত্তর সালে মোবারক হোসেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি স্বাধীনতাকামীদের পাক বাহিনীর সহায়তায় হত্যা করেছেন। এই অপরাধে তার ফাঁসি হয়েছে।
মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নয়াদিল গ্রামের সাদত আলীর ছেলে। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে তদন্ত কর্মকর্তা বলেন, মোবারক হোসেন স্বাধীনতার পর জামায়াতের রোকন ছিলেন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন। তবে মোবারক হোসেন তার সাক্ষ্যে দাবি করেন যে, তিনি সব সময়ই আওয়ামী লীগ করতেন। এখনও আওয়ামী লীগেই আছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিহিংসামূলক।
উল্লেখ্য, গত ২ জুন এ মামলাটি বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। দীর্ঘ ৬ মাস মামলটি অপেক্ষমাণ শেষে আজ রায় ঘোষণা করা হলো। গত বছর ২০ মে মোবারক হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে।