দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো অত্যন্ত বিস্ময়কর। এমন কিছু বিস্ময়কর নির্মাণ সম্পর্কে আজ আপনাদের সামনে তুলে ধরা হবে।
পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো অত্যন্ত বিস্ময়কর। এমন কিছু বিস্ময়কর নির্মাণ সম্পর্কে আজ আপনাদের সামনে তুলে ধরা হবে। যেগুলো সম্পর্কে হয়তো আপনারা আগে কখনও দেখেনেনি। আজ এমন কিছু বিস্ময়কর নির্মাণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
পৃথিবীর সবচেয়ে প্যাচালো এক ফ্লাইওভার
পৃথিবীর সবচেয়ে এক প্যাচালো ফ্লাইওভার রয়েছে টেক্সাসে। ১০টি হাইওয়ে এসে এখানে নিজেদের মাঝে ইন্টার চেঞ্জ করেছে এই প্যাচালো ফ্লাইওভারের মাধ্যমে। এটি একটি বিস্ময়করও বটে।
পৃথিবির সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স
আমেরিকার Chicago Merchandise Mart হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স অবস্থিত। এটি নির্মাণ শুরু হয় ১৯২৮ সালে। আর নির্মাণ শেষ হয় ১৯৩০ সালে । এটির আয়তন ৪০০০০০০ স্কোয়ার ফিট । এটির উচ্চতা ৩৪০ ফুট। এটি পৃথিবীর সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স হিসেবে ধরা হয়।
পৃথিবীর সবচেয়ে বড় হোটেল জিএমজি গ্র্যান্ড হোটেল
পৃথিবীর সবচেয়ে বড় হোটেল আমেরিকার লাস ভেগাসের MGM Grand Hotel (এম জি এম গ্রান্ড হোটেল) । এই হোটেলটিতে ৬,২৭৬টি রুম রয়েছে। এটিকেই পৃথিবীর সবচেয়ে বড় হোটেল বলা হয়ে থাকে।
পৃথিবীর সবচেয়ে বড় দানব আকৃতির এ্যাক্সেভেটর জার্মানীতে
পৃথিবীর সবচেয়ে বড় এক দানব আকৃতির এ্যাক্সেভেটরটি (Excavator) রয়েছে জার্মানীতে। ক্রুপ (KRUPP) নামের একটি প্রতিষ্ঠান এই এ্যাক্সেভেটরটির নির্মাতা । এটির ওজন ৪৫,৫০০টন, উচ্চতা ৯৫ মিটার এবং লম্বায় মাত্র ২১৫ মিটার। এটিকে পৃথিবীর সবচেয়ে বড় ও দানব আকৃতির এ্যাক্সেভেটর হিসেবে মনে করা হয়ে থাকে।