দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের জাতীয় ফুল শাপলা। অথচ গ্রামবাংলার হাওর বিল ও ডোবা থেকে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের এই জাতীয় ফুল শাপলা। এখন আর তেমন চোখে পড়ে না, গ্রামের মেঠো পথের পাশে কোন ডোবা বা বিলে উচ্ছল কিশোর-কিশোরীর শাপলা তুলে মালা গাঁথা, চোখে পড়ে না এক মুঠো শাপলা ফুল হাতে বাড়ি ফেরার দৃশ্য।
এক সময় ছিল যখন এদেশের গ্রামে-গঞ্জে এই জাতীয় ফুল দেখা যেতো। তখন গ্রামের কিশোর-কিশোরীরা শাপলা ফুল তুলতো। এই শাপলা ফুলের তখন কদরই ছিল অন্যরকম। কিন্তু এখন আর তেমনটি দেখা যায় না। এখন গ্রামে-গঞ্জের অনেক পুকুর-ডোবা ভরাট হয়ে যাচ্ছে আর সেই সাথে হারিয়ে যাচ্ছে এই শাপলা ফুল। দিনকে দিন জনসংখ্যা বৃদ্ধির ফলে অনেক ফসলী জমি যেমন কমে যাচ্ছে ঠিক তেমনি পুকুর বা ডোবার সংখ্যাও কমে আসছে। আর তাই আমাদের জাতীয় ফুল শাপলা হারিয়ে যেতে বসেছে।