দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার বাংলা ছবি মানেই শুভশ্রী। এবার ওপার বাংলার নায়িকা শুভশ্রী বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন।
‘স্বর্গীয় প্রেম’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য ওপার বাংলার নায়িকা শুভশ্রী প্রাথমিকভাবে রাজি হয়েছেন বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ হতে। এই ছবিটিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের বর্তমান সময়ের নায়ক বাপ্পি চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।
শুভশ্রী ইতিপূর্বে বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করেন নি। তাই বিষয়টি চূড়ান্ত হলে এটিই হবে বাংলাদেশী প্রযোজনায় শুভশ্রীর প্রথম ছবি। তবে শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেছিলেন।
পরিচালক ওয়াজেদ আলী সুমন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে শুভশ্রীর সঙ্গে কথা বলেছি। এতে তিনি রাজিও হয়েছেন। তবে এখনও চুক্তি হয়নি। যে কারণে এই মুহূর্তেই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’