দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৮০০ বাংলাদেশী ও রোহিঙ্গাকে ইন্দোনেশীয়াতে উদ্ধার করা হয়েছে। সাগরে ভাসতে থাকা এসব বাংলাদেশী ও রোহিঙ্গ মুসলিমদের ইন্দোনেশীয়ার উপকূলীয় রক্ষা বাহিনী উদ্ধার করেছে।
৮০০ বাংলাদেশী ও রোহিঙ্গাকে ইন্দোনেশীয়াতে উদ্ধার করা হয়েছে। সাগরে ভাসতে থাকা এসব বাংলাদেশী ও রোহিঙ্গ মুসলিমদের ইন্দোনেশীয়ার উপকূলীয় রক্ষা বাহিনী উদ্ধার করেছে। আজ শুক্রবার সকালে তাদের উদ্ধার করে তীরে আনা হয়। এদের উদ্ধার করা হয় ইন্দোনেশীয়ার সুমাত্রা দ্বীপের আচেহের পূর্ব উপকূল থেকে।
সংবাদ মাধ্যমকে লাঙসা শহরের পুলিশ প্রধান সুনারিয়া জানিয়েছেন, মালয়েশীয়ার নৌবাহিনী তাদের ইন্দোনেশীয়ার জলসীমায় ঠেলে দিয়েছে। ইন্দোনেশীয়ার জলসীমায় আসার পর তাদের বহনকারী নৌযানগুলো ডুবে যাচ্ছিল। সেখানে উপস্থিত থাকা স্থানীয় জেলেরা নিজেদের নৌকায় করে তাদের তীরে তোলেন।