দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বুধবার, ১০ জুন ২০১৫ খৃস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ ১৪২২ বঙ্গাব্দ, ২২ শাবান ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন এটি সুন্দরবনের ছবি। সুন্দরবনের গহীনে রয়েল বেঙ্গল টাইগারের পদচারণা। ভয়ংকার জন্তু হলেও বাঘকে দেখলে ভয় লাগে না।
হয়তো এমনটি হয়তো অলৌকিক কোনো টানে। বাংলার ঐতিহ্যবাহী এই রয়েল বেঙ্গল টাইগার নানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখন বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল টাইগারের বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সাম্প্রতিক সময়ে সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের কারণে পশু-পাখিদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। সুন্দরবনের নিকটে নদীতে তেলবাহী ট্রলার দুর্ঘটনায় সুন্দরবনের আশেপাশের নদীগুলোতে সেই তেল ছড়িয়ে পরিবেশ বিপর্যয় দেখা দেয়। সুন্দরবনের এমন সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
ছবি: www.cntraveler.com এর সৌজন্যে।