দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অজগর নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। বনে-জ্ঙ্গলে অজগরের খবর পেয়ে আমরা ছুটোছুটি শুরু করি। কিন্তু এবার টয়লেট থেকে পাওয়া গেলো অজগর!
অজগর নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। বনে-জ্ঙ্গলে অজগরের খবর পেয়ে আমরা ছুটোছুটি শুরু করি। কিন্তু এবার টয়লেট থেকে পাওয়া গেলো অজগর! ঘটনাটি ঘটেছে কলম্বিয়ায়। সেখানকার এক মহিলা টয়লেটে গিয়ে তো রীতিমতো হতভম্ব। এ কিসের জিব্হা দেখা যাচ্ছে? ঝিকিমিকি জিহ্বা দেখার পর প্রথম তিনি কতক্ষণ হতবিব্হল হয়ে পড়েন তারপর তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ছুটে আসেন।
সবাই টয়লেটে এমন একটি অজগর দেখে ভড়কে যান। সাড়ে ৫ ফুট লম্বা অজগরটি পরে উদ্ধার করা হয়। এতোবড় অজগর কোথা থেকে এলো? পরে অজগরটিকে প্রাণী সংরক্ষণ কেন্দ্রে দেওয়া হয়।
স্টেফানি লেসকা নামে ওই মহিলা স্থানীয় টাইম ডটকমকে বলেন, ‘আমি তো এমন দৃশ্য দেখে প্রথমে নিজের চোখকেও যেনো বিশ্বাস করতে পারছিলাম না। পরে আমি যখন জ্ঞানে ফিরলাম তখন চিৎকার করতে করতে দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম। এটি আমার জীবনের এক বিশেষ মুহূর্ত। হয়তো জীবনে আর কোনো দিন এমন পরিস্থিতির মুখোমুখি হবো না।’