দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের এক সাপুড়ে রুস্তম আলীর কথা অনেকের মনে থাকতে পারে। তিনি জ্যান্ত সাপের রক্ত গ্লাসের মধ্যে ঢেলে ঢক ঢক করে খেয়ে নিতেন। এবার এমনই এক সাপুড়ের কথা শোনা গেলো তিনি নুডুলস্ এর মতো সাপ খান!
বাংলাদেশের এক সাপুড়ে রুস্তম আলীর কথা অনেকের মনে থাকতে পারে। তিনি জ্যান্ত সাপের রক্ত গ্লাসের মধ্যে ঢেলে ঢক ঢক করে খেয়ে নিতেন। এবার এমনই এক সাপুড়ের কথা শোনা গেলো তিনি নুডুলস্ এর মতো সাপ খান!
কাঁচা সাপ খাওয়া ভারতীয় নিরঞ্জন ভাস্করের গল্প আমরা ক’দিন আগেই শুনেছি। কিন্তু এবারের কাহিনী বাংলাদেশের এক সাপুড়ের। ডিডিওটিতে দেখা যাচ্ছে বাংলাদেশের এক সাপুড়ে ঢাকার অদূরে একটি বাসা হতে কোবরা সাপের ৩ হাজারের মতো বাচ্চা ধরে নুডুলসের মতো খেয়ে যাচ্ছেন! ওই সাপুড়ের ভাষ্য অনুযায়ী জানা যায়, তিনি এ জীবনে হাজার হাজার সাপ খেয়েছেন।
দেখুন সেই সাপ খাওয়া ভিডিওটি