দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ব্যতিক্রমি হোটেলের কাহিনী রয়েছে আজ। এমন এক হোটেল যেটি আসলে শূন্যের ওপর ভাসে। আশ্চর্য হলেও ঘটনা কিন্তু সত্যি।
এক ব্যতিক্রমি হোটেলের কাহিনী রয়েছে আজ। এমন এক হোটেল যেটি আসলে শূন্যের ওপর ভাসে। আশ্চর্য হলেও ঘটনা কিন্তু সত্যি।
আমাদের মধ্যে অনেকেই দেশ-বিদেশের নামিদামি হোটেলে থেকেছেন। তবে এমন কোনো হোটেলে বোধহয় কেও কখনও ওঠেননি। যে হোটেলটি শূন্যের ওপর ভাসে। এই হোটেলে থাকলে সারাজীবন মনে রাখতে হবে আপনাকে।
গভীর খাদের গা বরাবর ঝুলন্ত এক হোটেল। আক্ষরিক অর্থেই ঝুলছে সেই হোটেলটি। খাদের ধারে ভূপৃষ্ঠ হতে ৪শ’ মিটার, মানে প্রায় ১ হাজার ৩শ’ ফিট।
এই হোটেলটি দেখতে অনেকটা ক্যাপসুলের মতোই। এরকম এক একটি ক্যাপসুলে রয়েছে ৮ জনের শোয়ার বেডরুম, ডাইনিং রুম ও বাথরুম। পুরোটাই ঢাকা স্বচ্ছ দেওয়ালে। অর্থাত্ খাদের ওপর হতে দিন বা রাতের অপরূপ প্রকৃতি সবসময় থাকছে আপনার চোখের সামনেই! পেরুর কুজকোর উপত্যকায় এই দারুণ রোমাঞ্চকর উপভোগের সুযোগ এনে দিয়েছে স্কাইলজ অ্যাডভেঞ্চার স্যুট।
হোটেলে যাওয়া এবং নেমে আসার সরঞ্জাম, প্রশিক্ষকের সাহচর্য, স্ন্যাকস, ব্রেকফাস্ট ও ডিনার- সবকিছুর জন্য খরচ একদিনে জনপ্রতি মাত্র ১২শ’ টাকা। তাহলে আর দেরি কেনো? আসুন এক বার ঘুরে আসা যাক।