দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ‘ভবিষ্যৎ নেতা’ হিসেবেই দেখছেন মিয়ানমারের সাবেক সেনাশাসক থান সুয়ে। এক গোপন বৈঠকে সু চির প্রতি ‘সমর্থন’ জানিয়েছেন বলে খবর বেরিয়েছে।
গতকাল রবিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল থান সুয়ের নাতি নেই সুয়ে থোউ অং এসব তথ্য জানিয়েছেন।
সংবাদে আরও বলা হয়, সু চি ও থান সুয়ের মধ্যকার ওই গোপন বৈঠকটি গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। থান সুয়ের নাতির মাধ্যমেই বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। তিনিই মূলত মধ্যস্থতা করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে নেই সুয়ে বলেছেন, দু’জনের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা যাবত বৈঠক হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারে গত মাসে অনুষ্ঠিত ঐতিহাসিক সাধারণ নির্বাচনের মাধ্যমে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল বিজয় অর্জন করে। তারা প্রায় ৮০ শতাংশ আসন লাভ করে।
বর্তমানে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। দেশটির সেনা-সমর্থিত প্রেসিডেন্ট থেইন সেইন এবং প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল মিন অং হলাইংয়ের সঙ্গে গত সপ্তাহেও এ বিষয়ে বৈঠক করেন সু চি। আলোচনাকে ‘উষ্ণ এবং খোলামেলা’ বলে আখ্যায়িত করা হয়।