দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। আর তা হলো ফেসবুকে সেলফি পোস্ট করার কারণে আমেরিকার টেনেসির এক বাসিন্দার ১৫ বছরের জেল দেওয়া হয়েছে!
ডেইলি টাইমস ও বিজিআর নিউজ রিপোর্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে বন্দুক হাতে এক সেলফি পোস্ট করেছিল আমেরিকার টেনেসির বাসিন্দা মালিক ফার্স্ট বর্ন আল্লা ফারাদ।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বে আইনি অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রীয় সংশোধনাগারে তাকে প্রায় সাড়ে ১৫ বছর বন্দী থাকতে হবে।
গত বৃহস্পতিবার তাকে এই সাজা দিয়েছে সেখানকার আদালত। ফারাদের বিরুদ্ধে অপরাধের অনেক রেকর্ডও রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। মাত্র ১৪ বছর বয়সে সে প্রথম দোষী হয়। তারপর একাধিক অপরাধে সে গ্রেফতারও হয়েছে, এমনকি দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত ব্যক্তি!