দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১৮ মার্চ ২০১৬ খৃস্টাব্দ, ৪ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি ঐতিহাসিক তিন গম্বুজ মসজিদ। এই মসজিদটি মোঘাল যুগের একটি বিশিষ্ট কীর্তি।
শিবগঞ্জ থানার ফিরোজপুরস্থ শাহ্ নেয়ামত উল্লাহ্ (রঃ) প্রতিষ্ঠিত তদীয়সমাধি সংশ্লিষ্ট এই তিন গম্বুজ জুম’য়া মসজিদ মোঘাল যুগের একটি বিশিষ্ট কীর্তি। এই মসজিদটিতে ৩টি প্রবেশপথ ও ভেতরে ৩টি মেহরাব রয়েছে। মসজিদের ভেতর এবং বাইরে তেমন কোন উল্লেখযোগ্য কারুকার্য না থাকলেও দেওয়ালে কয়েকটি তাক রয়েছে। স্থানীয় জনসাধারণ এই মসজিদে নিয়মিতভাবে জুম’য়া নামাজ আদায় করেন।
উল্লেখিত মসজিদ এবং তোহাখানা, সরোবর ‘দাফেউল বালাহ’র তীরে অবস্থিত। এই দুটি ইমারত হতে সিঁড়ি সরোবরের তলদেশ পর্যন্ত বিনস্ত। পূর্বতীর হতে উক্ত ইমারতদ্বয়ের দৃশ্যাবলী অত্যন্ত মনোরম একটি দৃশ্য।
তথ্য ও ছবি: http://chapaiportal.com এর সৌজন্যে।