The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার জাজ-এর ব্যানারে অভিনয় করছেন জয়া?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার জাজ-এর ব্যানারে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সরকারি অনুদানের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Jaya- Jazz

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’নারী কেন্দ্রীক সিনেমা। এটি প্রযোজনায় আগ্রহ প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। সেক্ষেত্রে বাণিজ্যিক এই প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছেন জয়া আহসান।

বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চয়াতা পাওয়া না গেলেও সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী এই অভিনেত্রীর একটি বৈঠকের পর এসব গুঞ্জন ছড়িয়ে পড়ে সিনেপাড়ায়।

????????????????????????????????????

এ ব্যাপারে র্নিমাতা মাহমুদ দিদার বললেন, “জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আমাদের একটা মিটিংয়ে কেবলমাত্র প্রাথমিক আলোচনা হয়েছে। দুই পক্ষের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো চূড়ান্ত হলেই কেবল আমরা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবো। আগামী সপ্তাহে আমরা আবারও এ বিষয়ে বসবো।”

সিনেমার গল্পের জন্য মোশাররফ করিম র্নিমাতার প্রথম পছন্দের তালিকায় থাকলেও নায়কের নাম এখনও চূড়ান্ত হয়নি। সিনেমার নায়ক র্নিবাচনের ক্ষেত্রে জাজ-এর অন্য সব সিনেমার মতোই টালিগঞ্জর্নিভর হবেন কি না- সে ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেন ছবিটির পরিচালক মাহমুদ দিদার।

উল্লেখ্য, ২০১৪-১৫ সালের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘বিউটি সার্কাস’ সিনেমাটি। এই সিনেমার জন্য দেওয়া হচ্ছে ৩৫ লাখ টাকা। পরিচালনা ছাড়াও চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন র্নিমাতা মাহমুদ দিদার নিজেই।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...