The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আপনার প্রচুর অর্থলাভ কিভাবে হবে তার কয়েকটি লক্ষণ দেখে বুঝে নিন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলতে গেলে টাকার প্রয়োজন কমবেশি সকলেরই রয়েছে। আপনার প্রচুর অর্থলাভ কিভাবে হবে তার কয়েকটি লক্ষণ দেখে বুঝে নিন!

how-taka-will-gain

কঠোর পরিশ্রম এবং সুপরিকল্পিত বিনিয়োগই যে অর্থ রোজগারের সহজ পথ তা নিয়ে কারও সংশয় নেই। তবে প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুসারে যিনি আগামী কয়েক দিনের মধ্যে প্রচুর অর্থের মালিক হতে পারেন সে বিষয়ে তিনি অর্থাগমের কিছু আগাম আভাস পেতে পারেন। কী ধরনের লক্ষণ বা আভাস সেগুলি? তা জেনে নিন।

# উল্টো পোশাক পরা:

পোশাকের যেদিকটা ভিতরের দিকে থাকার নিয়ম, ভুলবশত যদি আপনি সেই দিকটি বাইরে রেখে উল্টো করে পোশাক পরে ফেলেন, তাহলে আপনার হাতে অল্প কয়েকদিনের মধ্যেই বেশ কিছু অর্থ আসতে পারে।

# সোনালি রং-এর সাপ দেখলে:

স্বপ্নে যদি আপনি সোনালি সাপ দেখতে পান, তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আগামী কয়েকদিনের মধ্যে আপনার অর্থলাভ ঘটবে।

# নারিকেল:

বলা হয়ে থাকে, কেও যদি ঘুম হতে উঠেই ফাটানো নারকোল দেখতে পান, তাহলে তার অর্থলাভ ঘটবে।

# বাঁদর:

আপনি কোথাও বেড়াতে গিয়ে যদি আপনার ডান পাশে কোনও বাঁদর দেখতে পান, তাহলে তা হতে পারে আপনার বড়লোক হওয়ার একটি পূর্বাভাস।

# দুগ্ধজাত দ্রব্য:

ঘুম হতে উঠেই দুধ বা দুগ্ধজাত দ্রব্য (যেমন ঘি, মাখন, দই ইত্যাদি) যদি আপনি দেখতে পান, তাহলে আপনার অর্থজীবনের পক্ষে ভালো।

# সবুজ ঘাসে ঢাকা মাঠ:

আপনি স্বপ্নে যদি সবুজ ঘাসে ঢাকা মাঠ দেখতে পান, তাহলে তা আপনার অর্থ লাভের আগাম লক্ষণ।

# শঙ্খধ্বনি:

শঙ্খধ্বনি কিংবা অন্য কোনও মিষ্টি আওয়াজে ঘুম ভাঙা আপনার আর্থিক জীবনের পক্ষে মঙ্গলজনক হবে।

# কুকুরছানা:

যদি কোনও কুকুরছানা নিজে থেকে এসে আপনার বাড়িতে আশ্রয় নেয়, তাহলে সেক্ষেত্রে আপনার অর্থলাভের সম্ভাবনা রয়েছে।

# আখ:

কাজে যাওয়ার পথে যদি আপনি আখ দেখতে পান, তাহলে সেটি মঙ্গলচিহ্ন বলে মনে করতে পারেন।

# ধূমকেতু:

মনে করা হয়ে থাকে যে, তারাখসা বা ধূমকেতু দর্শনের সময় যদি কেও অর্থকামনা করেন, তাহলে পরবর্তী ৩০ দিনের মধ্যে সেই ইচ্ছে নাকি পূরণ হবে!

যদিও এসব কথার বৈজ্ঞানিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবুও এগুলো অনেকেই মেনে চলেন বা এমন কিছু ঘটলে নিজের মঙ্গল বলে ধরে নেন।

Loading...