দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাঘ তামিল ভাষা বোঝে, এমন একটি খবর সত্যিই বিস্মিত করেছে সকলকেই। এই বাঘটি হলো ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর সজ্জনগড় জুওলজিক্যাল পার্কে নতুন আসা সাদা বাঘ ‘রামা’।
সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন একটি খবরে বিস্মিত হয়েছেন সকলেই। জানা যায়, ‘রামা’ নাকি ‘পো’ ও ‘ওয়া’। অর্থাৎ বাইরে যেতে হলে অথবা ভিতরে আসতে এই দু’টি শব্দই বোঝে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর সজ্জনগড় জুওলজিক্যাল পার্কে আসা এই সাদা বাঘা ‘রামা’।
এর হিসেবে জানা যায়, ছোট থেকেই তামিলনাড়ুর ভ্যান্ডালুর চিড়িয়াখানায় বেড়ে ওঠে বাঘ রামা। সে কারণে তামিল ছাড়া অন্য কোনো ভাষায় সে নির্দেশ মানে না। তবে তার নতুন কেয়ারটেকার রাম সিং আবার তামিল বোঝেন না। অথচ এইবার প্রথম কোনো সাদা বাঘ এসেছে উদয়পুরে। যে কারণে নিরুপায় হয়ে তামিলনাড়ুর ভ্যান্ডালুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আর্জি জানিয়ে আনা হয় ‘রামা’-র পুরানো কেয়ারটেকার কে চেল্লাইয়াকে। যতোদিন না ওই বাঘটি নতুন কেয়ারটেকারের সঙ্গে স্বাচ্ছন্দ্য হচ্ছে, ততোদিন উদয়পুরেই থাকবেন তামিলনাড়ুর ওই কেয়ারটেকার চেল্লাইয়া।
উল্লেখ্য, তিন সপ্তাহ পূর্বে দু’টি নেকড়ে বাঘের পরিবর্তে সাদা বাঘ ‘রামা’-কে চিড়িয়াখানায় নিয়ে আসে উদয়পুর সজ্জনগড় জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। প্রথম দর্শন হতেই উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দিচ্ছে সে। তবুও তার নির্দেশ মানা নিয়ে নানা চিন্তায় রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।