The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সায়ন্তিকা ও নুসরাতকে দেখা যাবে শাকিবের বিপরীতে

অভিনেতা-অভিনেত্রী এবং শুটিংয়ের দিন-তারিখ পাকা হলেও ছবির নাম এখনও ঠিক করা হয়নি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার টালিগঞ্জের সায়ন্তিকা ও নুসরাত জাহানের বিপরীতে এবার অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। শুটিংয়ের তারিখও পাকা হয়েছে।

সায়ন্তিকা ও নুসরাতকে দেখা যাবে শাকিবের বিপরীতে 1

ছবির পরিচালক রাজীব বিশ্বাস জানিয়েছেন ছবির প্রাথমিক প্রস্তুতির জন্য কোলকাতায় আছেন শাকিব খান। সেখান থেকে তিনি বলেছেন, ‘ভেঙ্কটেশ ফিল্মসের অফিসে ছবি-সংশ্লিষ্টদের একটি ছোটখাটো মিটিংও হয়েছে। সেখানে আমি ছিলাম। ওই মিটিংয়েই নুসরাতের বিষয়টি চূড়ান্ত করা হয়।’

অভিনেতা-অভিনেত্রী এবং শুটিংয়ের দিন-তারিখ পাকা হলেও ছবির নাম এখনও ঠিক করা হয়নি। এ বিষয়ে পরিচালক বলেন, আপাতত একটি নাম দেওয়া হয়েছে। তবে চিত্রনাট্যে খানিকটা পরিবর্তন আসতে পারে। তখন এই নামটি হয়তো বদলে যাবে। দু-এক দিনের মধ্যেই সেই নাম জানানো হবে বলে জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে।

সায়ন্তিকা ও নুসরাতকে দেখা যাবে শাকিবের বিপরীতে 2

পরিচালক আরও জানিয়েছেন, ১৬ মার্চ থেকে শুটিংয়ের তারিখ দেন শাকিব খান। শুটিং শুরু হবে কোলকাতা হতে। এরপর বাংলাদেশ, সুইজারল্যান্ড এবং ইতালির ভেনিসেও ছবিটির শুটিং হওয়ার কথা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ এবং ভারতের কোলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...