The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আমেরিকায় পাড়ি জমালেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর

খোঁজ পাওয়া যাচ্ছিল না মডেল ও অভিনেত্রী সাবিলা নূরের। গত ১৫ মার্চের পর থেকেই সাবিলা ছিলেন অন্তরালে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করেই যেনো নিরুদ্দেশ হয়ে যান মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। তবে খোঁজ মিলেছে এবার। তিনি হঠাৎ করেই পাড়ি জমিয়েছেন সুদুর আমেরিয়ায়!

আমেরিকায় পাড়ি জমালেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর 1

অনেকদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না মডেল ও অভিনেত্রী সাবিলা নূরের। গত ১৫ মার্চের পর থেকেই সাবিলা ছিলেন অন্তরালে। তার নাটকের অনেক ঘনিষ্ঠ বন্ধু ও শিল্পীরাও কোনো খোঁজ জানাতে পারছিলেন না তাঁর।

আবার কোনো শুটিংয়েও তাকে দেখা যায়নি। তবে এর মধ্যে বেশ কয়েকবার তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় নাকি রিকশায় ঘুরতে দেখা যায়। এমন নিরুদ্দেশ হওয়ার কারণে অনেকেই বলছিলেন সাবিলা মিডিয়া ছেড়ে দূরে সরে গেছেন! নইলে তার হঠাৎ এমন অন্তর্ধানের কারণ কী?

এমন এক অবস্থায় খোঁজ নিতে গিয়ে সাবিলার মা মুসরাত জাহানের সঙ্গে সংবাদ মাধ্যমের মুঠোফোনে যোগাযোগ হয়। তিনি বলেছেন, ‘সাবিলা গত মাসে আমেরিকা গেছেন। ফিরবেন ৩ থেকে ৪ মাস পর। আমেরিকার ডালাস শহরে তার বড় বোন থাকে, সেখানে তার কাছে গেছে সাবিলা।’

তিনি আরও বলেন, ‘সাবিলা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এর ফাঁকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স সম্পন্ন করার সুযোগ পেয়ে যাওয়ায় সেখানে গেছে। তিন মাসের ওই কোর্স সম্পন্ন করে সাবিলা দেশে ফিরবেন। তারপর আবার আগের মতো কাজে মনোযোগী হবেন।’

তবে গোপনে গেলেন কেনো সাবিলা নূর? সংবাদ কর্মীর এমন প্রশ্নের উত্তরে তার মা বলেন, গোপনে কোথায়? সে তো এতোদিন দেশেই ছিল। তাছাড়া পারিবারিক কারণ এবং লেখাপড়ার চাপে অনেক কাজ কমিয়ে দিয়েছিল। সর্বশেষ ভালোবাসা দিবসে ‘মেঘ এনেছি ভেজা’ নামের একটি নাটকে কাজ করে। দেশ ছাড়তে হবে বলেই সিরিয়ালে কাজ করা সে একপ্রকার ছেড়েই দিয়েছিল। নিজেকে আসলে গুছিয়ে আনছিল।’

আমেরিকায় পাড়ি জমালেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর 2
Sabila Nur

তবে সাবিলার একাধিক ঘনিষ্ঠজন সংবাদ মাধ্যমকে জানায়, এই অভিনেত্রী মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হয়ে পড়েছিলেন। সে কারণে সুস্থতার জন্য তাকে আমেরিকা পাঠানো হয়েছে। যদিও তার মা বিষয়টি অস্বীকার করে বলেছেন, সে সম্পূর্ণ সুস্থ্য।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপন চিত্রে তিনি কাজ করেছেন। উপস্থাপনায়ও সাবিলা জনপ্রিয়তা ছিলো। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো, ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, মন শুধু মন ছুঁয়েছে, পাষাণ ইজ ব্যাক ইত্যাদি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...