দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সফরের খবরে চিলিতে বেশ কয়েকটি ক্যাথলিক গির্জা ভাঙচুর করেছে স্থানীয় বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, পোপ ফ্রান্সিস চিলি সফরে গেলে তাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে!
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে পোপ ফ্রােন্সিসের চিলি সফরের কথা রয়েছে। তাঁর সফরকে কেন্দ্র করে গত শুক্রবার চিলির রাজধানীর ৪টি গির্জা ভাঙচুর করা হয়। ভাঙচুর চালানোর সময় পোপ ফ্রান্সিসকে হুমকি দিয়ে লেখা ওই নোট রেখে যান ওইসব বিক্ষোভকারীরা। এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, ওই নোটে লেখা রয়েছে পরের বোমাটি দিয়ে পোপ ফ্রান্সিসের শরীরের জামাকাপড়গুলো পোড়ানো হবে।
ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। তবে সহিংসতার ঘটনায় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।