The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ঘূর্ণিঝড় বুলবুলে প্রাণ গেলো ১৩ জনের: অন্তত লক্ষাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপদ্রুত ৮টি জেলায় এইসব মৃত্যুর ঘটনা ঘটেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপদ্রুত ৮টি জেলায় ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ১০ নভেম্বর ভোররাতে আঘাত হানার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

ঘূর্ণিঝড় বুলবুলে প্রাণ গেলো ১৩ জনের: অন্তত লক্ষাধিক ঘরবাড়ি বিধ্বস্ত 1

অপরদিকে উপকূলীয় অঞ্চলে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে, অন্ধকারে রয়েছে ওইসব এলাকা। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে অন্তত লক্ষাধিক। এর মধ্যে শুধুমাত্র সাতক্ষীরায় বুলবুলের তাণ্ডবে ৫০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা যায়।

নিহতদের মধ্যে রয়েছে খুলনায় ২ জন, পিরোজপুরে ২ জন, বরিশালে ১ জন, পটুয়াখালীতে ২ জন, বরগুনায় ১ জন, বাগেরহাটে ২ জন, শরীয়তপুরে ১ জন, গোপালগঞ্জে ১ জন এবং মাদারীপুরে ১ জন।

যদিও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ২ জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। প্রাথমিকভাবে চার হতে ৫ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি।

বাগেরহাট

বাগেরহাটের রামপাল ও ফকিরহাট উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শিশু এবং নারীসহ ২ জনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে রামপাল উপজেলার উজলকুড় গ্রামে কিশোরী সামিয়া খাতুন (১৫) এবং ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের গৃহবধূ হীরা বেগম (২৫)। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেন।

খুলনা

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলাতে প্রমিলা মন্ডল (৫২) নামে জনৈক নারী ঝড়ের সময় গাছ চাপা পড়ে নিহত হন। রবিবার সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত প্রমিলা সুভাস মন্ডলের স্ত্রী। সেইসঙ্গে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছ চাপা পড়ে নিহত হন।

ঘূর্ণিঝড় বুলবুলে প্রাণ গেলো ১৩ জনের: অন্তত লক্ষাধিক ঘরবাড়ি বিধ্বস্ত 2

পিরোজপুর

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পিরোজপুরে ২ জন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। যারমধ্যে জেলার নাজিরপুরে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ায় তার নিচে চাপা পড়ে ননী গোপাল মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। অপর এক স্থানে একই কারণে হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছে সুমী আক্তার (৮) এবং নাসির (১৬) নামে আরও ২ শিশু। তাছাড়াও ভাণ্ডারিয়া উপজেলায় এক শিশু পানিতে ডুবে মারা যায়।

বরিশাল

বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হন। রবিবার দুপুর আড়াইটার দিকে বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারশী এলাকায় ঘটে এই ঘটনা।

পটুয়াখালী

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অপরদিকে জেলার কলাপাড়া উপজেলার পূর্ব ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে এসে রিজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন।

বরগুনা

বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে এসে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। হালিমা খাতুনের বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। জেলার হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। ঝড়ের সময় গাছ চাপা পড়ে সেকেল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। নিহত সেকেল হাওলাদারের বাড়ি উপজেলার বান্ধাবাড়ি গ্রামে।

ঘূর্ণিঝড় বুলবুলে প্রাণ গেলো ১৩ জনের: অন্তত লক্ষাধিক ঘরবাড়ি বিধ্বস্ত 3

মাদারীপুর

ঘূ‌র্ণিঝড় বুলবু‌লের প্রভা‌বে মাদারীপু‌রে ঘরের ভেতরে রাখা আলমিরার নিচে চাপা প‌ড়ে সা‌লেহা বেগম (৪০) না‌মে এক নারী নিহত হ‌ন। ‌নিহত সা‌লেহা বেগম সদর উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আ‌জিদ খাঁ‌র স্ত্রী।

শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়া গাছ চাপায় মো. আলীবক্স ছৈয়াল (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হন। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
bn_BDBengali