দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতসহ বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ভয়াবহ। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে ভারতের একটি শহরের প্রশাসন সেখানে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে।
টাইমস নাউ নিউজের খবরে বলা হয়, কর্তৃপক্ষের বিয়ে নিষিদ্ধের এমন সিদ্ধান্ত বহাল থাকবে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায়।
সেখানকার জেলা প্রশাসক মণীশ সিং জানিয়েছেন যে, ইন্দোরে কোনও বিয়ের অনুমতিই দেওয়া হবে না৷ কারণ তাতে করোনা সংক্রমণের সম্ভাবনা আরও অনেক বেড়ে যায়৷ সে কারণে ইন্দোরের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে তারা যদি এখন বিয়ের পরিকল্পনা করে থাকেন তাহলে তা কিছুদিনের জন্য স্থগিত রাখেন৷ সেইসঙ্গে তাদের বাড়িতে থাকারও অনুরোধ করা হয়েছে।”
এতে করে করোনা সংক্রমণের হার অনেকটা কম হবে বলে মনে করা হচ্ছে৷ জেলা প্রশাসক আরও বলেন যে, তার কাছে অভিযোগ উঠেছে রেমডিসেভির ইনজেকশনের কালোবাজারি হচ্ছে৷ পুরো বিষয়টি প্রশাসন নজরে রেখেছে বলেও জানিয়েছেন তিনি৷
এই বিষয়ে তিনি বলেন, “কালোবাজারির অভিযোগে ইতিমধ্যেই ২ জনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি ঘটনার তদন্তও করা হচ্ছে৷ যারা এরসঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রত্যেককেই ধরা হবে৷”
মধ্যপ্রদেশেও করোনা পরিস্থিতি বাড়ার কারণে বেশ কিছু জায়গায় বেড, মেডিকেল অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে৷ সমস্যা মেটাতে ইতিমধ্যে সেখানকার প্রশাসনের তরফ হতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়৷
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।