দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারী টিভি চ্যানেল এনটিভি সাত দিনব্যাপি অনুষ্ঠানসূচী প্রকাশ করেছে। জেনে নিন ঈদুল ফিতরের ৭ম দিনের অনুষ্ঠানসূচী।
প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারী টিভি চ্যানেল এনটিভি সাত দিনব্যাপি অনুষ্ঠানসূচী প্রকাশ করেছে। জেনে নিন ঈদুল ফিতরের ৭ম দিনের অনুষ্ঠানসূচী।
০৮:০০ সেলিব্রেটি শো: খেলা খেলা সারাবেলা। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান উপস্থাপনা: শ্রাবণ্য তৌহিদা। অংশগ্রহণে: তাসকিন, সৌম্য সরকার, আব্রিন ও মারিয়া নূর।
০৮:৩০ নৃত্যানুষ্ঠান: ধিতাং ধিতাং বোল। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী। অংশগ্রহণে: চাঁদনী, উপমা, লাবন্য, অনন্যা বণিক ও রুহী।
০৯:০০ নাটক: শরীফের কথা। গল্প: আফরান নিশো। চিত্রনাট্য ও পরিচালনা: কাজল আরেফীন অমি। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: প্রেমী ও প্রেমী। পরিচালনা: জাকির হোসেন রাজু। অভিনয়ে: আরিফিন শুভ, নূসরাত ফারিয়া, আমজাদ হোসেন, প্রবীর মিত্র, রেবেকা, শিবা শানু প্রমূখ।
০২:৩০ বাংলা ছায়াছবি: অংক। পরিচালনা: শাহীন সুমন। অভিনয়ে: মারুফ, রত্মা, ইমন, ডিপজল, সাহারা, দিতি, ইলিয়াম
কোবরা, মিশা সওদাগর প্রমূখ।
০৬:১৫ গেইম শো: দ্য বক্স। পর্ব ০৭। উপস্থাপনা: নূসরাত ইমরোজ তিশা। পরিচালনা: শাহরিয়ার শাকিল।
০৬:৪৫ ধারাবাহিক: শেফালির প্রেমিকেরা। পর্ব ০৭। রচনা: কাজী শাহিদুল ইসলাম। পরি: সাগর জাহার। অভিনয়ে: তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ র“মেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমূখ।
০৮:০০ নাটক: পরী। মূল গল্প: সা’দত হোসেন মান্টো। নাট্যরূপ: জোনায়ে রশীদ। পরিচালনা: মোরশেদ হিমাদ্রী হিমু। অভিনয়ে: জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষন, মাহমুদুল ইসলাম মিঠু, নাসিরুদ্দিন খান, হিন্দোল রায়, ইয়াসমিন পাপিয়া, মৌরী মনি, জান্নাতুল ফেরদৌস ঋতু প্রমূখ।
০৯:০০ ধারাবাহিক: কাঁটা হেরি ক্ষান্ত কেন। পর্ব ০৭। রচনা: বৃন্দাবন দাশ। পরিচালনা: দীপু হাজরা। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা প্রমূখ।
০৯:৩০ নাটক: ডান্সিং কার। রচনা ও পরিচালনা: জুলফিকার ইসলাম শিশির। অভিনয়ে: মিশু সাব্বির, মুমতাহিনা টয়া প্রমূখ।
১১:০৫ নাটক: আমি কিন্তু সিরিয়াস। রচনা: সঞ্জয় কান্ত। পরিচালনা: রুবেল রানা। অভিনয়ে: সৈয়দ জামান শাওন, সারিকা সাবা, ঝুনা চৌধুরী, আরিফ, শিশির, কবিতা চৌধুরী প্রমূখ।
১২:০০ কিংবদন্তীর গান: শাহনাজ রহমতুল্লাহ। প্রযোজনা: ওয়াহিদুল ইসলাম শুভ্র। উপস্থাপনা: লাবন্য। শিল্পী: হৈমন্তি রঞ্জিত ও মুহিন।
* এনটিভির ঈদের ৭ দিনের বিশেষ অনুষ্ঠানসূচীটি এনটিভি প্রদত্ত বিজ্ঞপ্তিসূত্রে প্রাপ্ত।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।