দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোন কেনার জন্য নিজের স্ত্রীকে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন ভারতের ওড়িশা প্রদেশের ১৭ বছর বয়সী এক কিশোর!
ভারতের রাজস্থানের ওই ব্যক্তির কাছে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ওই কিশোর রাজস্থানের একটি ইটের ভাটায় কাজ করতেন। বিয়ের দুই মাস পর ২৬ বছর বয়সী স্ত্রীকে রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বারান জেলার ৫৫ বছর বয়সী এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।
খবরে বলা হয়, ২৬ বছরের এক তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে ১৭ বছর বয়সী এক কিশোরের। তারপর তারা গত জুলাই মাসে বিয়ে করেন। তবে সংসারে আর্থিক টানাটানি। অগত্যা ইটভাটায় কাজ করার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। ওড়িশার বাড়ি ছেড়ে তারা রাইপুর, ঝাঁসি, রাজস্থানে পাড়ি জমায় ওই দম্পতি। ভালো-মন্দ মিলিয়ে ঠিকঠাকই চলছিল সংসার। তবে একটা সময় গিয়ে হঠাৎ ওই তরুণী বুঝতে পারেন যে তার প্রতি আকর্ষণ হারাচ্ছেন তার স্বামী। তাদের সম্পর্কের ফাটল ক্রমেই বাড়তে থাকে।
অভিযোগ ওঠে, ৫৫ বছর বয়সী এক ব্যক্তির কাছে নিজের স্ত্রীকে বিক্রি করে দেন ওই নাবালক স্বামী। তারপর কাজকর্ম সব লাটে তুলে অবশেষে ওড়িশায় ফিরে আসে সে। তবে স্ত্রীকে ছাড়াই একাকী এভাবে বাড়ি ফিরে আসায় সন্দেহ আরও দানা বাঁধতে থাকে বধূর বাবার বাড়ির লোকজনের মধ্যে।
বিষয়টি জানার জন্য তাকে চেপে ধরেন সকলে মিলে। নাবালকের দাবি, তার স্ত্রী অন্য কারও সঙ্গে পালিয়ে গেছে। তবে তাতেও সন্দেহ যায়নি পরিবার-পরিজনদের। তারা এরপর পুলিশের কাছে ঘটনা অবহিত করে। তদন্তে নামে স্থানীয় পুলিশ।
পুলিশ ওই নাবালককে জেরা শুরুর পর একসময় ভেঙে পড়ে সে। স্বীকার করে নেয় যে, তরুণীকে বিক্রি করে দিয়েছে সে। ১ লাখ ৮০ হাজার রুপিতে সে তার স্ত্রীকে বিক্রি করে দিয়েছে বলে স্বীকার করে নেয় পুলিশের কাছে। এর সঙ্গেই সে জানায় যে, তার দামি স্মার্ট ফোনের খুবই শখ ছিলো। স্ত্রীকে বিক্রি করে যে টাকা সে পেয়েছে তার কিছুটা অংশ দিয়ে সে স্মার্ট ফোন কিনেছে। এতে হতবাক হন তদন্তকারীরা। পুলিশ ওই নাবালককে গ্রেফতার করে এবং তরুণীকে উদ্ধার করেছে।
১৭ বছর বয়সী কিশোরকে সম্প্রতি একটি কিশোর আদালতে হাজির করা হরে আদালত তাকে সংশোধন জেলে পাঠিয়ে দেয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।