দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বানভাসিদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল (বুধবার) তারা সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সরকার থেকে সাধারণ মানুষরাও যার যার সাধ্যমতো চেষ্টা করছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। যদিও দু’একজন ছাড়া কাওকে খুব একটা দেখা যায় না। তবে এবার ব্যতিক্রম ঘটালেন নায়ক রিয়াজ, সাইমন ও নায়িকা নিপুণ, জেসমিনসহ চলচ্চিত্র শিল্পী সমিতির একটি টিম। গতকাল বুধবার (২২ জুন) তারা নৌকা-ট্রলারযোগে শুকনো খাবার, পানি ও নগদ টাকা নিয়ে হাজির হলেন দুর্গতদের দোরগোড়ায়।
এই বিষয়ে রিয়াজ জানিয়েছেন, বুধবার সকাল থেকে গোয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে এই খাবার, পানি এবং নগদ টাকা তুলে দিয়েছেন।
এই বিষয়ে সংবাদ মাধ্যমকে সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক জানিয়েছেন, ‘সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি আমাদের মতো করেই। আরও আহ্বান করবো, আপনারা যার যেমন সাধ্য আছে এইসব অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ান।’
এই বিষয়ে নায়িকা নিপুণ তার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই বিপদের দিনে মনে হয়েছে তাদের পাশে থাকাটা দরকার। তাই আমরা চলে এসেছি। এখানে আমরা আড়াই হাজার পরিবারকে ত্রাণ এবং নগদ টাকা দিচ্ছি শিল্পী সমিতির পক্ষ হতে।’
রিয়াজ-নিপুণরা সরাসরি মাঠ পর্যায়ে ছুটে গেলেও যারমধ্যে তহবিল গঠনের কথাও জানিয়েছেন শাকিব খান, ১০ ট্রাক খাবার পাঠানোর কথা বলেছেন ডিপজল ও ৩০ লাখ টাকার বরাদ্দ দিয়েছেন অনন্ত জলিল। অপরদিকে বড় তহবিল সংগ্রহ করছে দেশের সংগীত মোর্চা ‘সংগীত ঐক্য বাংলাদেশ’।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।