দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম রমজানে নিজের ভাইকে ইফতারের দাওয়াত দিতে অস্বীকার করায় একজন মিশরীয় ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন!
ওই নারীর নাকি ভয় ছিল যে তার স্বামী তার ভাইয়ের কথা মেনে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ৭ বছরের সংসারে তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ভাইয়ের সঙ্গে স্বামীর অত্যধিক ঘনিষ্ঠতার কারণে ভয় পান ওই নারী। কারণ হলো, তার স্বামীর ভাই মাঝে-মধ্রে নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, শুধু তাই নয়- একাধিক বিয়ের রেকর্ডও রয়েছে তার!
তাই ওই নারী মনে করেন, তার স্বামী তার ভাইয়ের কাছ থেকে একই আচরণ শিখে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন। উদ্বেগ প্রকাশ করে ওই নারী আরও জানিয়েছেন, তার স্বামী আর্থিক এবং পারিবারিক বিষয়সহ জীবনের সব বিষয়ই তার ভাইয়ের সঙ্গে শেয়ার করেন।
এভাবে তাদের সংসারে কোনো ব্যক্তিগত ব্যাপারই থাকে না। এমনকি তার স্বামী ভাই এর সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্তও নিতে পারেন না। এটাই তার স্বামীর সঙ্গে ঝগড়ার মূল কারণ। স্বামী তার ভাই এবং তার স্ত্রীকে প্রথম রোজার নিমন্ত্রণ করার জন্য জোরাজুরি করে।
অথচ স্ত্রী শুধু ছেলে-মেয়েদের নিয়েই ইফতার করতে চান। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদও হয়। স্বামী জানিয়েছেন, স্ত্রী ভালো মানুষ না হওয়ায় ও তার ভাইকে আমন্ত্রণ জানাতে রাজি না হওয়ার কারণে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ার পরই ঘটনার ৩ সপ্তাহ পর স্ত্রী ডিভোর্স লেটার পান স্ত্রী।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।