দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।
তবে এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া এখনও সোশ্যাল মিডিয়ায় জানাননি মিথিলা। বরং দেশীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই বিষয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী অল্প কথায় উত্তর দিয়ে বলেন, এই খবরের সঙ্গে আমি মোটেও সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে? ভিত্তিহীন এই গুঞ্জনকে এবারও তেমন পাত্তা দিলেন না মিথিলা।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে থেকে জানা যায়, সৃজিত-মিথিলার মাঝে ঢুকে পড়েছে তৃতীয় এক নারী। বয়সে কম ওই নারীর প্রেমে পড়েছেন সৃজিত মুখার্জি। রীতিমতো তার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই নির্মাতা। সময়ও নাকি কাটাচ্ছেন তার সঙ্গেই।
কম বয়সী ওই মুম্বাইয়ের সহকারী পরিচালকের সঙ্গে প্রেমের কারণে সৃজিতের সঙ্গে মিথিলার সর্ম্পকের নাকি অবনতি ঘটেছে। সে কারণেই সাড়ে ৩ বছরের সংসারের ইতি ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। আর মাত্র দুই মাসের মধ্যেই সংসারের ইতি ঘটতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমটির খবরে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।