মাহমুদুর রহমান ॥ যাদু এবং যাদুর জগৎ নিয়ে ‘হ্যারি পটার’ সিরিজের মুভি ‘দ্য চেম্বার অফ সিক্রেটস’ সকল শ্রেণীর দর্শকের কাছে প্রিয়। মজার ব্যাপার হচ্ছে সকলের কাছে জনপ্রিয় এই মুভিতে প্রচুর ভুল-ভ্রান্তি রয়েছে।
ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের দ্বিতীয় বই ‘দ্য চেম্বার অফ সিক্রেটস’ এর কাহিনী অবলম্বনে নির্মিত হয় মুভিটি। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি সারা পৃথিবীতে বিলিয়ন ডলার আয় করে। প্রধান চরিত্র হ্যারি পটারকে কেন্দ্র করে জাদুর স্কুল, কালো জাদুকর এবং ‘দ্য চেম্বার অফ সিক্রেটস’ খুলে যাওয়ায় সৃষ্ট বিপদ নিয়ে নির্মিত মুভিটি দর্শকদের মন জয় করলেও এই মুভিতে প্রচুর সংখ্যক প্লট হোল অর্থাৎ কাহিনীগত ভুল পাওয়া গিয়েছে এবং সেরকম কিছু ভুল সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।
• হ্যারি হেডউইগকে জানান যে সে জাদু ব্যবহার করে খাঁচা থেকে তাকে বের করতে পারবে না। কিন্তু মুভির দৃশ্যের দেখা যায়, খাঁচার তালাতে চাবি ঝুলছে। তালাতে চাবি ঝুলে থাকা মারাত্মক রকম ভুল, তাই নয় কি?
• মুভির একটি দৃশ্যে দেখা যায়, প্রাসাদের একটি কক্ষে একটি পেঁচা ঢুকলে একটি ছেলে এটিকে রনের পেঁচা বলে আখ্যায়িত করে। কিন্তু কথা হচ্ছে কক্ষের দরজা জানালা সব বন্ধ থাকা অবস্থায় পেঁচা কিভাবে সেখানে প্রবেশ করলো এবং ছেলেটিই বা কিভাবে খুব দূরে থেকে পেঁচাটিকে চিনতে পারলো? এটিও এই মুভির একটি ছোট ভুল।
• এক মেয়ে সাতদিন অজ্ঞান ছিলো এবং সাতদিন পর তার হাত থেকে কাগজ উদ্ধার করা হয়। সাতদিন অজ্ঞান অবস্থায় কোন ডাক্তার, নার্স বা প্রফেসরের চোখে সেই কাগজ ধরা পড়েনি – ইহাও একটি পরিষ্কার কাহিনীগত ভুল।
• মুভির আরেকটি দৃশ্যে দেখা যায়, একটি ওয়াল ভেদ করে অনেকে চলে যাচ্ছে জাদুর জগতে, কিন্তু কেউ সেটা লক্ষ্য করেনি। যখন রন এবং হ্যারি পটার সেই ওয়াল ভেদ করতে ব্যর্থ হয় ঠিক তখনি আশেপাশে কয়েকজন মানুষের উপস্থিতি দেখা যায়।
• সাধারণত ছাত্র– ছাত্রীদের জাদুর স্কুলের বাইরে জাদু ব্যবহার করা নিষেধ। তাহলে কিভাবে হার্মিয়ন জাদুর লাঠির সাহায্য হ্যারি পটারের চশমার ভাঙ্গা কাঁচ ঠিক করে দেয়?
• একটি অ্যাকশন দৃশ্যে দেখা যায়, লোকহার্ট আঘাত প্রাপ্ত হয় এবং সে অবস্থায় তার হাতের জাদুর লাঠি শূণ্যে। কিন্তু মাটিতে পড়ার মূহুর্তে লোকহার্টের হাতে জাদুর লাঠি দেখতে পাওয়া যায়। এইখানের ভুলটা হচ্ছে, লোকহার্টের হাতে জাদুর লাঠি কিভাবে আসলো?
উপরে উল্লেখিত ভুল- ভ্রান্তি ছাড়াও আরো যেসব কাহিনগত ভুল রয়েছে তা নিম্নের ভিডিওটিতে দেখুনঃ
ধন্যবাদ: CinemaSins