দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেপ্টেম্বরের ২৪ তারিখে FIFA 14 গেমটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু আইফোন ব্যবহারকারীদের জন্য iOS অ্যাপস ষ্টোর ইতিমধ্যেই এটি বিনামূল্যে ডাউনলোডের সুযোগ দিচ্ছে। ১.১৬ জিবি’র এই গেমটি সম্পুর্ণ ফ্রী ডাউনলোড করা যাবে অ্যাপলের অ্যাপস ষ্টোর থেকে।
তবে ফ্রী হলেও স্বাভাবিকভাবেই এতে পুরো সুবিধা যোগ করা হয়নি। টূর্ণামেন্ট এবং ম্যানেজার মুডে খেলতে হলে আপনাকে গেমটির প্রিমিয়াম ভার্সন কিনতে হবে যার মূল্য ৫.৯৯ ডলার বা প্রায় পাঁচশ টাকা। তবে নতুন এই গেমটির শক্তিশালী মাল্টিমিডিয়া প্লেয়ার এবং অনলাইনে খেলার অন্যান্য সুবিধা, যেমনঃ এটি সার্ভারের চাপ আগের থেকেও বেশী সহ্য করতে পারবে এবং খেলোয়াড়দের খামচি দেয়া আপনাকে মুগ্ধ করবে। EA কোম্পানী সেপ্টেম্বরের ২৪ তারিখে গেমটি মুক্তি দেবার সময় বিস্তারিত তুলে ধরবে।
আপনি যদি ফ্রি এই গেমটি উপভোগ করতে চান তবে এখনই iOS অ্যাপস ষ্টোর থেকে ফ্রি ডাউনলোড করে নিন!
তথ্যসূত্রঃ টেকজার্নাল