দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আমাদের সমাজের একটি অংশ রয়েছে বুদ্ধি প্রতিবন্ধী, তাঁদের জন্মদিন কিংবা বিশেষ দিনে আপনি উপহার হিসেবে কি দিবেন তা নিয়ে অনেক চিন্তায় পরতে হয়, তাই এমন কিছু উপহারের আইডিয়া নিয়ে আজকের এই পোস্ট।
এলইডি লাইট বাবল গানঃ এটি হচ্ছে সবচেয়ে অসাধারণ বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য উপহারের মাঝে একটি। এলইডি বিভিন্ন রঙের বাবল দিয়ে গুলি করতে পারবে এতে আপনার শিশু অনেক আনন্দিত হবে। ফলে আপনি এধরণের একটি এলইডি খেলনার গুলি উপহার হিসেবে পছন্দ করতে পারেন।
লেজারের মাধ্যমে কুয়াশার আভা হয় এমন লাইটঃ
আপনার শিশু অনেক প্রফুল্ল হয়ে উঠবে যখন সে ঘরের দেয়ালে লেজারের মাধ্যমে দেখতে পাবে রঙিন কুয়াশা, সুতরাং এধরণের খেলনা আপনি উপহার হিসেবে দিতে পারেন।
জেলিফিস সহ একটি বর্ণিল একুয়ারিয়ামঃ
বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা বর্ণিল জিনিসের প্রতি আকর্ষিত হয় অনেক বেশি ফলে আপনি তাঁকে একটি বর্ণিল একুয়ারিয়াম উপহার দিতে পারেন।
অগ্নিগিরি ল্যাম্পঃ
বর্তমানে এধরণের বিভিন্ন ল্যাম্প বাজারে পাওয়া যায় আপনি চাইলে সেসবের মাঝে একটি উপহার হিসেবে দিতে পারেন।
লেজার তারাঃ
লেজারের মাধ্যমে ঘরের দেয়ালে বিচ্ছুরিত হয় আকাশ এবং তারার আভা সুতরাং আপনি এধরণের একটি উপহার পছন্দ করে দিতে পারেন।
GoTalk খেলনাঃ
এই ধরণের খেলনা বাজারে কিনতে পাওয়া যায়, নির্দিষ্ট বাটন চাপ দিলে ঐ বাটনের ছবির নাম বলে এই খেলনা সুতরাং এধরণের খেলনা আপনার শিশুর যোগাযোগ এবং কথা বলার প্রবণতা বাড়াতে সাহায্য করবে।
মোনস্টার বা পুতুলের বোলিং সেটঃ
এধরণের উপহার আপনার শিশুকে অনেক বেশি টেকনিক্যাল অর্থাৎ বুদ্ধি কিংবা মনঃসংযোগ করে কাজ করতে আগ্রহী করে তুলবে ফলে এই ধরণের উপহার দিলে মন্দ হয়না।
ভাইব্রেটিং ডিমঃ
এটি একটি মজার উপহার হতে পারে। এধরণের খেলনা বিভিন্ন বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য সব চেয়ে বেশি ব্যবহার করা হয়।
ক্রাশ বিছানাঃ
এধরণের বিছানা অনেক ভালো উপহার হতে পারে কারণ এর মাধ্যমে সে বিনোদনের একটি বিষয় খুঁজে পাবে।
চিবানো যায় এমন খেলনাঃ
বাজারে অনেক খেলনাই পাওয়া যায় যা শিশুরা দাঁতে চিবিয়ে আনন্দ পায়, সুতরাং বুদ্ধি প্রতিবন্ধী শিশুর জন্য এধরণের একটি খেলনা আপনি পছন্দ করতে পারেন।
বিদ্রঃ আমরা কোন থ্যারাপিস্ট কিংবা ডাক্তার নই, এটা কেবল আমাদের একটি পরামর্শ মূলক প্রতিবেদন।
সূত্রঃ লিস্ট২৫