দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অগ্নিসংযোগ ও ভাংচুরের মধ্যদিয়ে শুরু হয়েছে ৭২ ঘণ্টার অবরোধ। গতকাল রাজধানীতে অন্তত ৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে আগামীকাল রবিবার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি।
আজ সকালে শুরু হয়েছে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি। এর মধ্যে আবার যোগ হলো রবিবারের হরতাল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সহ জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগরীতে হরতাল ডেকেছে ঢাকা মহানগর বিএনপি।এদিকে অবরোধকে সামনে রেখে গতকাল রাজধানীতে ৮টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টন, খামারবাড়ি, পান্থপথ, বাড্ডা, টিএসসি এবং নতুন বাজার এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল জুমার নামাজের পর ২টার দিকে মধ্য বাড্ডায় শিবির একটি মিছিল বের করে । এসময় তারা পুলিশের একটি টহলরত ভ্যানে আগুন ধরিয়ে দেয়। একই সময় তারা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব- ১১৪১২৪) আগুন দেয়। একই সময় আরো ২টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং অন্তত ১৫ টি গাড়ি ভাংচুর করে তারা। এ ঘটনায় জড়িত ৪ জনকে পুলিশ আটক করে। বিকাল সাড়ে ৪টার দিকে খামার বাড়িতে হোটেল সোনারগাঁ’র একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত ৮টার দিকে গুলশান থানাধীন নতুনবাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- ব ১১-৪৪৭২) অগ্নিসংযোগ করা হয়। অবশ্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। অপরদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে জামে মসজিদের সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন দেয়া হয়। পান্থপথে সাতটার দিকে শিবির এটি ঝটিকা মিছিল করে। এ সময় সেখান থেকে একটি প্রাইভেটকারে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই সময় অন্তত ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে।
এদিকে আজ শুরু হয়েছে ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি। সকালে রাজধানীতে পিকেটিং ও মিছিল হয়েছে। রাজধানীর ভাষাণটেক এলাকায় সকাল ৮টার দিকে একটি ট্যাক্সি ক্যাবে আগুন দেওয়া হয়েছে। এ সময় র্যাব ও পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। রামপুরায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর হয়েছে। তেজগাঁও রেলক্রসিংএ ছাত্র দল টায়ার জ্বালিয়ে ব্যারিকেডের চেষ্টা চালায়।
ঢাকা-চট্টগ্রাম রুটের নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। নারায়ণগঞ্জ যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাস ভবন তল্লাশি চালিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জে মাগুরা ফেরিঘাটে ৩টি বাসে আগুন দেওয়া হয়েছে। অপর দিকে আজ সকালে ঢাকা-চট্টগ্রাম রুটে কাঁচপুরে একটি প্রাইভেটকার ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রাজধানীতে মিনিবাস, সিএনজি, রিক্সা চলছে। তবে দূরপাল্লার কোন বাস ছাড়েনি। ট্রেন চলতে দেখা গেছে।