দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজকে একটু ব্যতিক্রমি আইটেম ভুনা গরুর মাংসের বাঁধা কপি। এটি সচরাচর দেখা না গেলেও খেতে বেশ মজা। আসুন কিভাবে বানাতে হবে এই ভুনা গরুর মাংসের বাঁধা কপি যেনে নিই।
উপকরণ:
প্রস্তুত প্রণালী
প্রথমে গরুর মাংস সাধারণ সাইজের পিস করে ভালো করে ধুয়ে নিন। এরপর আদা, রসুন, জিরা, হলুদ, ধনিয়া, মরিচ, পেঁয়াজ, তেল, দারুচিনি, এলাচ, গুলমরিচ, তেজপাতা, লবঙ্গ ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কুকারে দিন। এবার পেশার কুকার চুলায় দিয়ে অন্তত ২০ মিনিট সিদ্ধ করুন।
এবার কুকারের ঢাকনা খুলে কিউব করা বাঁধা কপি দিয়ে ভালো করে মিশিয়ে আবার চুলায় দিন। এবার ১ বা ২ বার সিটি হলে নামিয়ে ফেলুন। হয়ে গেলো ভুনা গরুর মাংসের বাঁধা কপি। এবার পরিবেশন করুন। তবে খেয়াল রাখবেন এতে কোন পানি থাকবে না। বাঁধা কপিসহ পুরো মাংসটি ভুনা হবে।