দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ Economist Intelligence Unit পৃথিবীর সেরা দশ বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা বাস অযোগ্য শহরের তালিকার শীর্ষে!
সারা বিশ্ব থেকে সকল দেশের সকল শহরের উপর মোট ১০০ রেটিং স্কেলে জরিপ চালানো হয়। এতে বাংলাদেশের শহর ঢাকা পৃথিবীর সকল দেশকে ছাড়িয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে। ঢাকার রেটিং ৩৮.৭! অপর দিকে দক্ষিণ এশিয়ার জঙ্গি হামলায় বিপর্যস্ত দেশ পাকিস্তানের শহর করাচীও এই তালিকায় স্থান করে নিয়েছে। করাচী আছে তালিকার ৬ নম্বরে।
পৃথিবীর শহর সমূহের মাঝে নানান সূচকে এই রেটিং করা হয়, যেমন বসবাসের অবস্থা, অপরিস্কার-নোংরা, স্বাস্থ্য ও নিরাপত্তা, মানুষের ঘনত্ব, টুরিস্টদের আগ্রহ এবং ভ্রমণে ঝুঁকি ইত্যাদি।
বসবাস অযোগ্য শহর সমূহের এই তালিকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ প্রকাশ করে।
চলুন দেখে নিই তালিকার শীর্ষ দশ শহরের নাম এবং চিত্র:
১) ঢাকা, বাংলাদেশ:
২) পোর্ট মোর্সবাই, পাপুয়া নিউ গিনি:
৩) লাগোস, নাইজেরিয়া:
৪) হারারে, জিম্বাবুয়ে:
৫) আলজেরিস, আজেরিয়া:
৬) করাচী, পাকিস্তান:
৭) ত্রিপলি, লিবিয়া:
৮) দাওউয়ালা, ক্যামেরন:
৯) তেহরান, ইরান:
১০) আবিদযান, আইভরিকোস্ট:
সূত্রঃ দিটেলিগ্রাফ