দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইফোন বর্তমানে সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন। তবে এবার আইফোন আবার বিতর্কিত হয়েছে বিস্ফোরণ হয়ে ব্যবহারকারী দগ্ধ হওয়ায়।
আইফোন বিস্ফোরণে ব্যবহারকারী দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে আমেরিকার মেইনে। ব্যবহারকারী একজন স্কুল ছাত্রী তাঁর প্যান্টের পেছনের পকেটে তিনি আইফোন রেখে ছিলেন। ঐ ছাত্রী সকাল ৭ টা ৩০ মিনিট নাগাদ স্কুলের বেঞ্চে বসে ছিলেন। সে সময় হঠাৎ তাঁর পকেটে থাকা আইফোনটি হালকা আওয়াজ করে এর সাথে সাথে ঐ স্কুল ছাত্রীর প্যান্টে দ্রুত আগুন লেগে যায়।
আইফোন দুর্ঘটনায় পড়া ঐ ছাত্রীর গাঁয়ে আগুন লেগে যাওয়াতে পাশেই থাকা শিক্ষক তাঁর শরীরের আগুন নেভাতে সাহায্য করেন এবং তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করেন । ছাত্রীটির শরীরের কিছু অংশ আগুনের আঁচে ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্কুলের প্রিন্সিপ্যাল Jeff Rodman বলেন, “ফোনের মাধ্যমে এভাবে আগুন লাগার ঘটনা আমরা আগে কখনও দেখিনি, এটিই প্রথম কোন ঘটনা। মেয়েটির গাঁয়ে আগুন লাগার পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস তদন্ত করে জানিয়েছেন আগুনের কারণ স্মার্টফোন এবং এতে থাকা ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়া। ”
এদিকে মেডিক্যালের ডাক্তার জানিয়েছেন, “ঐ ছাত্রী পেছনের পকেটে ফোন রাখার কারণে এটি ভেঙ্গে যায় এবং এর ব্যাটারির লেড বেড়িয়ে আসে। সে সময় মোবাইল ফোন উত্তপ্ত হয়ে থাকায় সেই লেড তাঁর কাপড়ের সংস্পর্শে এসে দ্রুত আগুন ধরে যায়।
সূত্রঃ দি টেক জার্নাল