দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিদ্যুতের দাম বাড়ালেই হরতাল কর্মসূচি দিবে বিএনপি। নীতি নির্ধারণী সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
বিদ্যুতের দাম বাড়ানোকে গণবিরোধী হিসেবে চিহ্নিত করে তা প্রতিহতের ডাক দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি। এ সপ্তাহে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পরই দলটির নীতি নির্ধারণী মহলে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুতের দাম বাড়ানোকে ‘গণবিরোধী’ ও ‘অগণতান্তিক্র’ কার্যক্রম হিসেবে চিহ্নিত করে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
এমন এক পরিস্থিতিতে গতকাল রাতে আবারও বিএনপির নীতি নির্ধারণী বৈঠকে বিদ্যুতের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জনগণের কথা চিন্তা করে বিএনপি এই দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল করবে। সেই মোতাবেক বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা আসলে হরতালের ডাক দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এমনকি বিভিন্ন জেলা, উপজেলায় হরতালের প্রস্তুতি নেওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় একটি সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। এমনকি এই ইস্যুটিকে মূখ্য করে জনগণের খুব কাছে যেতে বিএনপি একাধিক দিন হরতাল দিতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।