দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করে ভয়ংকর এক ট্রোজান ভাইরাস ছড়ানো হচ্ছে। এই ভাইরাস ব্যবহারকারীর অজান্তেই এন্ড্রয়েড ডিভাইসে ইন্সটল হয়ে যায়।
ট্রোজান ভাইরাসের ঝুঁকিতে রয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মোবাইলফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে এ হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা ‘ইসেট’। তথ্য মতে একজন ব্যবহারকারী যখন তার এন্ড্রয়েড ডিভাইস থেকে ব্রাউজার দিয়ে ফেসবুকে প্রবেশ করতে যান তখন স্বয়ংক্রিয় ভাবে iBanking নামের একটি ক্ষুদ্র অ্যাপ ইন্সটল হয়ে যায়।
iBanking কিছু সময় পরেই আক্রান্ত এন্ড্রয়েড ডিভাইসের মালিককে ফেসবুক ব্রাউজের মাঝেই একটি নতুন পেইজ দেখায় যেখানে ফেসবুক মোবাইল ফোন ভেরিফিকেশন পেইজ ওপেন হবে। সেখানে ব্যবহারকারীকে ফেসবুকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে বলা হবে।
যেসকল ব্যবহারকারী নিজের মোবাইল ফোন নাম্বার দিবেন তাৎক্ষণিক ভয়ংকর ট্রোজন ভাইরাস ব্যবহারকারীর ডিভাইসে ইন্সটল হতে শুরু করবে এবং এটা বন্ধ করার কোন পথ থাকবেনা। এই ভাইরাস একজন ব্যবহারকারীর ডিভাইসে ইন্সটল হলে তার সকল ব্যক্তিগত তথ্য পাচার করে নিতে পারবেন হ্যাকার।
এদিকে এই ভাইরাসের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ এখন কোন বিবৃতি দেয়নি। ফলে এন্ড্রয়েড ডিভাইসে ফেসবুক ব্রাউজ করতে হলে অবশ্যই ব্যবহারকারীদের সাবধান থাকতে হবে।
সূত্রঃ টাইমসঅবইন্ডিয়া