দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে আমাদের প্রতিদিনের ব্যবহৃত মোবাইল ফোন, ট্যাবলেট, MP3 Player, কম্পিউটার অনেক কিছুতেই রয়েছে Touch Screen। প্রতিদিন ব্যবহারের কারণে স্বাভাবিকভাবে আঙ্গুলের ছাপ পড়া খুবই স্বাভাবিক। আপনার প্রতিদিনের Device টি দিনে কমপক্ষে দুইবার ভালো করে মুছুন। তবে অবশ্যই কিছু নিয়ম মেনে।
![Touch Screen মোবাইল বা কম্পিউটার কিভাবে পরিষ্কার করবেন [টিউটোরিয়াল] 1 Touch Screen](https://thedhakatimes.com/wp-content/uploads/2014/05/Touch-Screen-600x377.jpg)
Screen মুছে পরিষ্কার করার নিয়ম:
# Screen মোছার জন্য প্রথমে সঠিক কাপড় নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

# Micro fiber জাতীয় কাপড় যেমন চশমা মোছার কাপড় হলে বেশি ভালো হয়।
![Touch Screen মোবাইল বা কম্পিউটার কিভাবে পরিষ্কার করবেন [টিউটোরিয়াল] 2 Touch Screen-2](https://thedhakatimes.com/wp-content/uploads/2014/05/Touch-Screen-2-600x385.jpg)
# নরম সুতি কাপড় দিয়ে মুছতে পারেন।

# তোয়ালে জাতীয় বা টিস্যু পেপার দিয়ে Screen মোছা যাবে না। প্রথমে Screen পরিষ্কার মনে হলেও এতে Screen এ দাগ পড়ে।
# ব্রাশ জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করা যাবে না।
# Screenটি পরিষ্কার করার সময় অবশ্যই Device টি Switch off করতে হবে।
# Screen এ খুব জোরে না ঘষে পর্দার উপর শ্বাস ফেলে সাথে সাথে কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
![Touch Screen মোবাইল বা কম্পিউটার কিভাবে পরিষ্কার করবেন [টিউটোরিয়াল] 3 Touch Screen-4](https://thedhakatimes.com/wp-content/uploads/2014/05/Touch-Screen-4-600x374.jpg)
# Screenটিতে Seratches পড়লে তা সহজে যায় না, Screen বেশি ময়লা মনে হলে সরাসরি Screen এ লিকুইড জাতীয় কিছু না দিয়ে বরং কাপড়টিতে অল্প পরিমাণ Nail Remover দিয়ে Screen পরিষ্কার করতে পারেন।