দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুদের দেখলে এমনিতেই আমাদের মন ভাল হয়ে যায়। তার উপর বিভিন্ন পছন্দের সাজে যদি তাদের দেখি, কেমন লাগবে? বিভিন্ন ফটোগ্রাফারেরা নবজাত শিশুদের মন মুগ্ধকর ছবি তুলেছেন। এগুলোকে একসাথে করে আমাদের আজকের আয়োজন।

এখানে বিভিন্ন ফটোগ্রাফার ছবি তুলেছেন। তবে নিজ পছন্দের ভঙ্গিতে শিশুদের ছবি তোলা সম্ভব নয় বিধায় ঘুমন্ত অবস্থায় তোলা হয়েছে। তবে এইভাবে এদের লাগছে যেন একেকটা এঞ্জেল। চলুন দেখি শিশুদের…
বেলুনের প্যারাসুটে…

ঘুমন্ত রাজকন্যা…

আদিম আবহে…

বিভিন্ন যন্ত্রপাতিতে…

হাস্যজ্জ্বল…

বাক্সেবন্দী…

উলের ঝুড়িতে…

ছোট্ট বিছানায়…

সাইকেলের ঝুড়িতে…

ব্রিফকেসে…

কাউবউ…

উলের টুপিতে…

গোলাপি…

মহান বিদ্যান…

ছোট্ট বেগুনি বিছানায়…

বইয়ের বিছানায়…

হরিণ শাবক ও আর্মি…

পুল খেলায়…

বলের উপরে…

হেলমেটে…

বন্ধু কুকুর…

গিটারে…

রাগবি খেলোয়াড়…

হেলমেটের উপরে…

সূত্রঃ buzzfeed