The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

কম্পিউটারের মত আপনার অ্যান্ড্রয়েড ফোনেও করুন মাল্টি টাস্কিং

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অনেকেই চান অ্যান্ড্রয়েড ফোনে এক সাথে একই ডিস্প্লেতে একাধিক কাজ করতে, তবে সেটা সাধারণ ভাবে সম্ভব নয়। তাই বলে অ্যান্ড্রয়েড এর দুনিয়ায় অসম্ভব বলে কিছুই নেই। আজ আমরা জানবো আপনি কিভাবে একই সাথে একই ডিসপ্লেতে গান, ছবি, সহ আরও অনেক কিছুই চালিয়ে যেতে পারেন।


103

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে একই সাথে একাধিক কাজ করতে বা দেখতে আপনাকে যা যা করতে হবে তা হচ্ছে, আপনার ডিভাইস অবশ্যই রুট করা থাকতে হবে। তবে কিছু কিছু ডিভাইসে রুট ছাড়াও করা যায়। প্রথমেই আপনাকে নীচের লিংক থেকে অ্যাপ সমূহ ডাউনলোড করে নিতে হবে।

১) ES File Explorer File Manager

গুগোল প্লে স্টোর লিংকঃ | এপিকে লিংকঃ

২) মাল্টি টাস্কিং অ্যাপ

এপিকে আরএআর জিপ ফাইল লিংকঃ

1507644_569805553133376_7300031168974849996_n_Fotor_Collage

অ্যান্ড্রয়েড বিষয়ে আরও জানুনঃ এন্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ’স [পর্ব-১]

এবার আপনাকে এস ফাইল এক্সপ্ররার ইন্সটল করে নিতে হবে আপনার ডিভাইসে। এটি ইন্সটল হলে আপনি এর সাহায্যে ঠিক যেখানে আপনার ডাউনলোড করা মাল্টি টাস্কিং অ্যাপটি রেখেছেন সেখানে গিয়ে একে ওপেন করতে হবে। ওপেন করলেই আপনি সিস্টেম ফাইল নামের একটি ফোল্ডারে পেয়ে যাবেন মাল্টি টাস্কিং অ্যাপ এর এপিকে। এবার এপিকে ফাইল কে ক্লিক করে এটি ইন্সটল করে নিন।

আরও জেনে নিনঃ আপনার এন্ড্রয়েড স্মার্টফোনের Lockscreen নিরাপত্তা যেভাবে বাড়াবেন [টিউটোরিয়াল]

আপনার ডিভাইসে মাল্টি টাস্কিং অ্যাপ ইন্সটল হয়ে গেলে আপনি আপনার অ্যাপ হোম পেইজ থেকে মাল্টি টাস্কিং অ্যাপ এর নতুন সঞ্জুক্ত আইকনে ক্লিক করে অ্যাপ চালু করুন সেখানে নীচের ছবির মত অনেক অপশন দেখা যাবে, সবার উপরে থাকা মাল্টি টাস্কিং এর ঘরে ক্লিক দিলেই আপনার নটিফিকেশান বারে একটি নটিফিকেশান আসবে; আপনার মাল্টি টাস্কিং অ্যাপ ঠিক ভাবে চলছে এই মর্মে। এবার নীচের ছবির মত সব কয়টি ঘরে ক্লিক দিয়ে দিন। এখানে আরও অনেক অপশন আছে যার সাহায্যে আপনি অ্যাপ কে নিয়ন্ত্রণ করতে পারবেন।

10342794_569805523133379_2815724594327118133_n

এবার অপশন থেকে বেরিয়ে আসুন। আপনার ডিভাইসের ডানে কিংবা বামে মাল্টি টাস্কিং অ্যাপ হাইড আছে, আপনি যখনি আকাধিক কাজ এক সাথে একই ডিসপ্লেতে করতে চাইবেন ডিভাইসের ডান দিকের কোণায় কিংবা বাম দিকের কোণায় আঙ্গুল দিয়ে সুইপ করুন, মাল্টি টাক্সিং অ্যাপ এর অপশন বেরিয়ে আসবে নীচের ছবির মত। এখান থেকে আপনার ইচ্ছে মত প্রোগ্রাম চালু করুন।

এবার জেনে নিনঃ বাংলাদেশী টীমের তৈরী Android ও iOS-এর ফ্রি গেম Grid Puzzle এর বিস্তারিত রিভিউ

10373837_569805433133388_4363298324890006770_n

ব্যাস হয়ে গেলো এখন থেকে একই সাথে একই ডিসপ্লেতে গান শুনুন, ভিডিও দেখুন, ফেসবুকিং করুন, কে ঠেকায় আপনাকে!

অ্যান্ড্রয়েড ফোন বিষয়ক আরও দুর্দান্ত সব অ্যাপ পেতে দি ঢাকা টাইমসের সাথেই থাকুন। দি ঢাকা টাইমস আপনার প্রয়োজনের কথাই ভাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali