দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অধিকাংশ জেলে ও সৌখিন মাছ শিকারি তাদের জীবনে ওপাহ বা মুনফিশ ধরতে পারা ভাগ্য মনে করেন। কারণ এই মাছ পৃথিবীতে অনেক বিরল, এছাড়া এরা থাকে সাগরের গভিরে।
মুন ফিশ দেখতে যেমন সুন্দর, এর প্রাপ্তিও তেমন দুর্লভ। বিরল হলেও সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়া সামুদ্রিক এলাকা থেকে সৌখিন মাছ শিকারিরা বড়শি ফেলে একসঙ্গে পেয়েছেন তিনটি ওপাহ মাছ।
স্যান ডিয়াগো ভিত্তিক একটি প্রতিষ্ঠান সম্প্রতি গ্রুপভিত্তিক স্পোর্টফিশিংয়ের আয়োজন করে। এতে অংশ নিয়ে এনজেল আরমান্ডো ক্যাসিলো, জিও লুডলো এবং ট্রাভিস সাভালার গ্রুপ ১২৪ থেকে ১৮০ পাউন্ড ওজনের কাটা কমলা আকৃতির মাছ তিনটি ধরেন।
ওপাহ মুনফিশ নামেও পরিচিত। টুনা মাছের সঙ্গে সৌভাগ্যবশত কখনো-সখনো এ মাছ কেও ধরতে পারেন এবং ধরতে পারলেই এই মাছ ধরার বিরল সম্মানে ভূষিত হতে পারেন। তবে এবারের ঘটনা আরো বিরল কারণ এক সাথে তিন জেলে নিজ নিজ বড়শিতে ৩টি বিশাল আকারের মুন ফিশ ধরেছেন!
বিরল এই মাছ ধরার দৃশ্য নিজেই দেখুন নিচের ভিডিওতে-
http://youtu.be/vr8MxFYVfaE
সূত্র- ডেইলি মেইল