দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দেশের শিশু-কিশোরদের নিয়ে নির্মিত হয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি ছবি। এবার শিশুদের নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্লাম ডগ’। বাংলাদেশের শিশু-কিশোরদের জটিল পরিস্থিতি নিয়েই নির্মিত হচ্ছে এই ছবিটি।
দিন যতো গড়াচ্ছে সবকিছুরই পরিবর্তন ঘটছে। দিন দিন বাড়ছে শিশু অপরাধ। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি ক্রমেই জটিল আকার রূপ ধারণ করছে। এসব প্রেক্ষাপট নিয়েই দেশে নির্মিত হচ্ছে শিশু অপরাধবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্লাম ডগ’।
ইতিমধ্যেই রাজধানীর স্টেশনসহ বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। শিশু অপরাধের বিষয়বস্তু নিয়ে নির্মিতব্য ‘স্লাম ডগ’ চলচ্চিত্রটির মূল ভাবনা শাহরিয়ার লালনের। ‘স্লাম ডগ’ পরিচালনা করছেন ইমারাত হোসেন এবং শাহরিয়ার লালন। তথ্যসূত্র: বাংলাদেশ নিউজ২৪
স্লাম ডগ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে মূলত শিশু অপরাধ নিয়ে। নগরের বিভিন্ন ফুটপাতে ও বস্তিতে বেড়ে ওঠা শিশুরা কীভাবে অস্ত্র, মাদক ব্যবসাসহ নানা ধরনের সামাজিক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে ‘স্লাম ডগ’ চলচ্চিত্রটিতে।
রেলস্টেশনের মাদকের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এমন দুজন শিশুর চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। পরে তারা ধীরে ধীরে মাদকসহ বড় ধরনের চোরাচালান এবং অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। পেটের দায়ে এসব পথশিশুরা বাধ্য হয় নানা ধরনের অপরাধ করতে। একশ্রেণীর মুনাফালোভীরা এইসব কোমলমতি শিশুদের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য করছে।