দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার সোহমের সঙ্গে এবার জুটি বাঁধলেন বাংলাদেশের অভিনেত্রী মিষ্টি। ‘ভালোবাসার রাজকন্যা’ সিনেমায় দুই দেশের এই জুটিকে দেখা যাবে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, টালিউডের জনপ্রিয় নায়ক সোহমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী মিষ্টি জান্নাত। ‘ভালোবাসার রাজকন্যা’ নামের এই সিনেমাতে এই জুটিকে দেখা যাবে। হেভেন মাল্টিমিডিয়ার ব্যানারে এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন সজল আহমেদ।
এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেছেন, ‘অনেকদিন ধরে এই চলচ্চিত্রটির কথা চলছে। আর সোহমের অভিনয় আমি খুব পছন্দ করি। ইচ্ছে ছিল সোহমের সঙ্গে কাজ করার। অবশেষে সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে। আশা করছি, আমাদের এই জুটিকে দু’দেশের দর্শকরা বেশ ভালোভাবেই নিবেন।’
ইতিমধ্যে এ সিনেমার গানের কাজ শেষ হয়েছে। এ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী শান, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সহ আরও অনেকেই।
উল্লেখ্য, সোহম অভিনীত কোলকাতার ‘বোঝে না সে বোঝে না, বাঙালি বাবু ইংরেজি মেম, লাভেরিয়াসহ বেশ কিছু ছবি জনপ্রিয়তা পেয়েছে। অপরদিকে মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝিতে বাংলাদেশের ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।