দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনব্যাপী নানা অস্থিরতার এবং ফায়ার কর্মীদের নিরলস প্রচেষ্টায় অবশেষে গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরের পোশাক কারখানার আগুন প্রায় ১৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ইস্পাতের কাঠামোর ওপর নির্মিত ৭তলা ভবনটির ওপরের কয়েকটি তলা আগুনে ধসে পড়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গতকাল রবিবার বেলা সোয়া ২টার দিকে শ্রীপুর উপজেলার বেতজুরী এলাকায় ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে ইস্পাতের কাঠামোগুলো দুর্বল হয়ে গলে গলে পড়েছে। তবে এখনও ধোঁয়া বের হচ্ছে।