The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অবাক হওয়ার মতো মেয়েদের সম্পর্কে ৩টি তথ্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারীদের সম্পর্কে বিভিন্ন সময় নানা ধরনের তথ্য প্রকাশ পেয়ে থাকে। তবে এবার অবাক হওয়ার মতো মেয়েদের সম্পর্কে ৩টি তথ্য। যা শুনলে সত্যিই আপনি অবাক হবেন।

3 surprising facts about women

প্রতিদিন পৃথিবীতে ঘটে যাচ্ছে নানা ঘটনা। এসব ঘটে যাওয়া ঘটনার অধিকাংশই আমাদের অজানা থাকে। পুরুষ ও নারী উভয়ই মেয়েদের সম্পর্কে ৩টি তথ্য জানলে আপনি সত্যিই অবাক হবেন।

এখন প্রশ্ন হলো কোন ৩টি জিনিস যা শুনলে সত্যিই অবাক হবেন? গবেষকরা দীর্ঘদিন গবেষণা ও সমীক্ষা চালিয়ে এমন তথ্য প্রকাশ করেছেন।

3 surprising facts about women-2

আসুন জেনে নেওয়া যাক সেই অবাক করা ৩টি তথ্য:

১। একজন নারী জীবনের আস্ত একটা বছর নষ্ট করে কোন পোশাকটা পরবে সেটি ঠিক করতে!
২। সমীক্ষা বলছে, সারা জীবনে গড়ে একজন মহিলা ২ হতে ৩ কিলোগ্রাম লিপস্টিক খেয়ে ফেলে!
৩। একজন নারী গড়ে আয়নার দিকে তাকানোর পিছনে সময় ব্যয় করেন বছরে অন্তত ১২০ ঘণ্টা!

Loading...