The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রভার নতুন ধারাবাহিক ‘ঝামেলা আনলিমিটেড’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী প্রভা আবারও একের পর এক নাটক নিয়ে মেতে আছেন। বিতর্ক তাড়া করে ফেরা এই অভিনেত্রীর নতুন ধারাবাহিক ‘ঝামেলা আনলিমিটেড’।

Prova's new series, Unlimited trouble

এক সময় বিতর্কে জড়িয়ে পড়া অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে একের পর এক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার নতুন ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিটেড’।

Prova's new series, Unlimited trouble-3

প্রভার নানা ঝামেলার মধ্যে এবার দেখা মিলবে ‘ঝামেলা আনলিমিটেড’ নামের একটি ধারাবাহিক নাটকে। নাটকটির শুটিং সম্প্রতি শুরু হয়েছে। আহসান আলমগীরের রচনায় এই ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন শামীম জামান।

Prova's new series, Unlimited trouble-2

প্রভা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। দর্শকের জন্য বিশেষ চমক রয়েছে বলে আশা করছি। নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে।’

জানা গেছে, নতুন এই নাটকটিতে প্রভার বিপরীতে রয়েছে মোশাররফ করিম। ‘ঝামেলা আনলিমিটেড’ নাটকে আরও অভিনয় করছেন- মামুনুর রশীদ, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, কল্যাণ কোরাইয়া, সোনিয়া হোসেন, তারেক স্বপন, সঞ্জীব আহাম্মেদ প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, নাটকটি শীঘ্রেই আরটিভিতে প্রচার শুরু হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...