দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন ঘটনা অবশ্য আগেও ঘটেছে। কবর দেওয়ার মূহূর্তে আর্তনাদ করে ওঠার ঘটনা। এবার ঠিক এমনই ঘটলো। কবর দেওয়ার সময় জেগে উঠলো এক ‘মৃত’ শিশু!
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে। সেখানকার সদর হাসপাতালে গত ১২ মার্চ রাতে প্রসব যন্ত্রণা ওঠায় ভর্তি করা হয় বুলবুলি মণ্ডল নামে এক মহিলাকে। এরপর ছেলে সন্তানের জন্ম দেন ওই মহিলা। জন্মের কিছুক্ষণ পরেই তুলো এবং লিউকোপ্লাস্টে জড়ানো সদ্যোজাতকে তুলে দেওয়া হয়েছিল মা-বাবার হাতে।
তবে এর কিছুক্ষণ পরই চিকিৎসকরা জানিয়ে দেন, তাদের সন্তান আর বেঁচে নেই। এমনকী হাসপাতাল হতে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়।
সদ্যোজাতের ‘মৃত’দেহ নিয়ে বাড়ি ফিরে যান বুলবুলি মণ্ডল এবং তার স্বামী শফিকুল মণ্ডল। বুকে পাথরচাপা দিয়েই প্রিয় সন্তানকে শেষ বিদায়ের আয়োজন করেন তিনি। দাফনের মুহূর্তে নড়ে ওঠে ওই শিশু। তার দেহে তখন লক্ষ্য করা যায় প্রাণের স্পন্দন।
তাকে নিয়ে আবার হাসপাতালে ছুটে যায় তার পরিবারের লোকজন। শুরু হয় চিকিৎসা। কী কারণে সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন।