দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সন্তানদের নিয়ে অভিভাবকদের চিন্তার শেষ নেই। বিশেষ করে জঙ্গি ইস্যুটি আসার পর অভিভাবকরা বেশি উদ্বিগ্ন। তবে সে চিন্তা দূর করতে এসেছে অ্যাপ। সন্তান কোথায় অবস্থান করছে তা জানাবে এই অ্যাপ!

সন্তান কখন কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, বা কি করছে তা জানা অভিভাবকের কর্তব্য। এই কাজে অভিভাবকদের এবার সাহায্য করবে স্মার্টফোনের একটি অ্যাপ। ভারতের গুরগাঁও-ভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইভোএক্সওয়াইজেড টেকনোলজিস সম্প্রতি এই ধরনের একটি অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটির নাম ইভোস্কুল।
ওই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শিল্পা মাহনা ভাটনাগর বলেছেন, ইভোস্কুলের মতো প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের সহিংস হয়ে ওঠা কিংবা খারাপ পথে নিয়ে যাওয়া। এমন কি নির্যাতনের মতো বিষয়গুলো হতে রক্ষা করা সম্ভভ হবে। এই অ্যাপটি নিরাপদ যোগাযোগের সুযোগ তৈরি করে, যা কিনা কেবল মা-বাবা কিংবা অভিভাবকরা নজরদারি করতে পারবেন।
জানা গেছে, এই অ্যাপটি রিয়েল টাইমে সন্তানের অবস্থান জানাতে সক্ষম। লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে নোটিফিকেশনও পাঠাতে পারে এই নতুন অ্যাপটি।