The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার বিয়ে হলো চীনের সেই কাঁচের ব্রিজে ঝুলন্ত অবস্থায়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের যে কতোরকম আয়োজন হয় তার শেষ নেই। এবার বিয়ে হলো চীনের সেই কাঁচের ব্রিজে তাও আবার ঝুলন্ত অবস্থায়!

glass bridge hanging marriage

চাইনিজ ওই দম্পতির আয়োজন দেখে সবাই যেনো অবাক। কারণ হলো তারা বিয়ের জন্য বেছে নিয়েছেন বহুল আলোচিত কাচের ব্রিজের সঙ্গে ঝুলন্ত বিছানা! এই ব্রিজের নীচে গভীর খাদ। ৯ আগস্ট ছিলো চাইনিজদের ভ্যালেন্টাইনস ডে। তাই ওই তারিখেই কাঁচের সেতুতে ঝুলন্ত অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নেয় তারা। সেজন্য কাঁচের সেতুর সঙ্গে রশি দিয়ে বেশ শক্ত করে বানানো হয় একটি বিছানা।

glass bridge hanging marriage-2

ভূমি হতে প্রায় ৬শ ফুট ওপরে বেশ হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরায় তারা। চীনের হুনান প্রদেশে পাহাড় সমান উচ্চতায় নির্মিত এই কাচের সেতুটি ইতিমধ্যেই পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একই সঙ্গে ভয় ও এক রোমাঞ্চকর ভ্রমণ উপভোগ করতে বহু পর্যটক ছুটে আসেন এখানে। এবার সেই বিশ্বখ্যাত কাঁচের সেতুতে ঝুলন্ত অবস্থায় বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছেন চীনের এই দম্পতি!

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...